Riya Sen Controversial Life: একটা ভুল, শেষ করে দিল অভিনেত্রীর সম্মান! রাজপরিবারের রক্ত তাঁর শরীরে, বিয়ের আগেই নাকি গর্ভবতী ছিলেন?
- Published by:Pooja Basu
Last Updated:
Riya Sen Controversial Life: বাংলা, বলিউড ও দক্ষিণী ছবিতে কাজ করেছেন অভিনেত্রী রিয়া সেন৷ চলচ্চিত্রের চেয়ে ব্যক্তিগত জীবনের কারণেই বেশি আলোচনায় তিনি।
advertisement
1/8

রিয়া সেনের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায়। তিনি ত্রিপুরার রাজপরিবারের সদস্য। তার মা মুনমুন সেনও সুপরিচিত অভিনেত্রী। রাইমা সেন ও রিয়া সেন দুই বোন। বিতর্কে ভরা রিয়ার জীবন সম্পর্কে।
advertisement
2/8
রিয়া সেন তার কেরিয়ার শুরু করেছিলেন বিখ্যাত গায়িকা ফাল্গুনী পাঠকের হিট গান 'চুরি জো খনকি হাত মে' দিয়ে। তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। এই গানটি তার ক্যারিয়ার বদলে দেয়। বলিউড থেকে তার অভিনয় জীবন শুরু হয়। তাঁর প্রথম ছবি 'বিষকন্যা' মুক্তি পায় ১৯৯১ সালে। এরপর ক্যারিয়ারে 'স্টাইল', 'ঝংকার' এবং 'রাগিনী এমএমএস রিটার্নস'-এর মতো ছবিতে কাজ করেন।
advertisement
3/8
হিন্দির পাশাপাশি তিনি তামিল, তেলেগু এবং মালায়ালাম ছবিতেও কাজ করেছেন। তামিল ছবি 'গুড লাক', 'আরাসাচি' এবং মালয়ালম ছবি 'অনন্তভদ্রম'-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। হিন্দি ও দক্ষিণ দুই ইন্ডাস্ট্রিতে অভিনয় করে বেশ নাম করেন রিয়া।
advertisement
4/8
কিন্তু, তার ব্যক্তিগত জীবনের বিতর্ক সব শেষ করে দেয়। রিয়া সেন তার ক্যারিয়ারের প্রথম দিকে অক্ষয় খান্নার সঙ্গে তার নাম জড়ায়। তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি এবং এর পরে জন আব্রাহামর সঙ্গেও প্রেমের গুঞ্জন শোনা যায়৷ তবে সেই সম্পর্কও সফল হয়নি।
advertisement
5/8
জনের সঙ্গে ব্রেকআপের কিছু সময় পরে, আমিশা প্যাটেলের ভাই অশমিত প্যাটেল রিয়ার জীবনে আসেন। তাদের দু’জনের একটি এমএমএসও ফাঁস হয়। এর পর অভিনেত্রীর ক্যারিয়ারে বড় ধাক্কা লাগে। সেই ৯০-সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা তৈরি করে। তবে এই ভিডিওটিকে মিথ্যা বলেছেন রিয়া।
advertisement
6/8
এছাড়াও রিয়া সেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এবং শ্রীশান্তকে ডেট করেছেন বলেও গুঞ্জন ছড়ায়। কখনও শোনা গিয়েছে ৭৫ বছর বয়সী সালমান রুশদির সঙ্গেও ডেট করেছেন।
advertisement
7/8
সেই সঙ্গে ব্যক্তিগত জীবনের পাশাপাশি একটি পার্টিতে চুমু খেয়েও আলোচনায় আসেন এই অভিনেত্রী। এটা ২০১৬ সালের ঘটনা। এই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর পর রিয়াদের জীবন তছনছ হয়ে যায়।
advertisement
8/8
২০১৬ সালে রিয়া সেনের জীবন নিয়ে আরও একটি বিতর্ক তৈরি হয়। বিয়ের আগে তার গর্ভাবস্থা নিয়ে তুমুল আলোচনায় ছিলেন। তবে এর সত্যতা স্বীকার করেননি তিনি৷ শিবম তিওয়ারিকে বিয়ে করেছেন রিয়া৷ (ছবি- রিয়া সেন ইনস্টাগ্রাম)