TRENDING:

RIP Bappi Lahiri: সোনা বাড়ি গাড়ি! কত টাকার সম্পত্তি রেখে চিরবিদায় নিলেন বাপ্পি লাহিড়ি? শুনলে চমকে যাবেন!

Last Updated:
RIP Bappi Lahiri: সঙ্গীত জগতে যেমন ছিলেন সুরের রাজা, তেমনই রাজকীয় বেশ ছিল তাঁর। জীবনধারণেও রাজার চেয়ে কিছু কম ছিলেন না 'ডিস্কো কিং'।
advertisement
1/7
সোনা বাড়ি গাড়ি! কত টাকার সম্পত্তি রেখে চিরবিদায় নিলেন বাপ্পি লাহিড়ি?
ফের ইন্দ্রপতন। চিরনিদ্রায় ' ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ি। মঙ্গলবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর বুধবার সকালে মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী। ভারতীয় সংগীতের ইতিহাসে তাঁর অবদান কখনও ভোলা যাবে না। নিজের গান দিয়ে, আট থেকে আশি সকলকে মাতিয়েছেন এই শিল্পী। এমনকি এইজন্য তাঁকে ‘ডিস্কো কিং’ তকমা দেওয়া হয়েছিল। অনবদ্য গানের পাশাপাশি মাঝেমাঝেই চর্চায় আসত বাপ্পি লাহিড়ির ফ্যাশন সেন্স। পুরুষদের সাজেও গয়নার আতিশয্য নিয়ে এসে এক আলাদা ট্রেন্ড সেট করেছিলেন তিনি।
advertisement
2/7
সঙ্গীত জগতে যেমন ছিলেন সুরের রাজা, তেমনই রাজকীয় বেশ ছিল তাঁর। জীবনধারণেও রাজার চেয়ে কিছু কম ছিলেন না 'ডিস্কো কিং'। তাঁর যে বিপুল পরিমাণ সম্পত্তি ও উল্লেখযোগ্য পরিমাণ সোনা রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
3/7
২০১৪ সালে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করার সময় নির্বাচনী হলফনামায় তিনি জানিয়েছিলেন যে তাঁর কাছে ৭৫৪ গ্রাম সোনা এবং ৪.৬২ কেজি রুপোর গয়না রয়েছে। তখনকার বাজারমূল্য অনুযায়ী তাঁর সোনার গয়না ছিল প্রায় ৪০ লাখ টাকার এবং রুপোর গয়না ছিল ২ লাখ ২০ হাজার টাকার। তারপর থেকে ৮ বছরে তার গয়নার পরিমাণ যে অনেকটাই বেড়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
4/7
সোনা কেনার পাশাপাশি গাড়ি কেনারও শখ ছিল বাপ্পিদার। নির্বাচনী হলফনামা অনুযায়ী, ৫ টি গাড়ি কিনেছিলেন তিনি। তাঁর কাছে একটি ৪২ লাখ টাকার বিএমডব্লিউ গাড়ি, ৩২ লাখ টাকার অডি গাড়ি, ২০ লাখ টাকার ফিয়াট গাড়ি, ১৬ লাখ টাকার সনেট গাড়ি ও ৮ লাখ টাকার স্করপিও ছিল। এছাড়াও জানা গিয়েছে, তাঁর নামে স্বয়ংচালিত একটি টেসলা এক্স গাড়িও ছিল।
advertisement
5/7
বাপ্পি লাহিড়ির ভারতে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুম্বাইয়ের বাড়িটি। ২০০১ সালে সাড়ে ৩ কোটি টাকা দিয়ে তিনি এই বাড়িটি কিনেছিলেন। অন্যান্য বাড়ি সম্পর্কে তেমন কোনো তথ্য নেই।
advertisement
6/7
তিনি প্রতিটি গানের ১০ লাখ টাকা করে নিতেন এবং ১ ঘণ্টার লাইভ পারফরম্যান্সের জন্য ২০-২৫ লাখ টাকার কাছাকাছি নিতেন। একটি সর্বভারতীয় সংবাদপত্রের সমীক্ষার তথ্য অনুযায়ী, এই কিংবদন্তি গায়কের মাসিক আয় ছিল ২০ লাখ ও বাৎসরিক আয় প্রায় ২০ কোটি টাকার বেশি ছিল।
advertisement
7/7
পরিবারে অবশ্য শুধু বাপ্পিদা নয়, তাঁর স্ত্রী চিত্রাণী লাহিড়িও গয়না পরতে ভালোবাসেন। এমনকি বাপ্পিদার থেকে তাঁর স্ত্রীর সোনার গয়নার পরিমাণ আরও বেশি। হীরের গয়নাও রয়েছে তাঁর। চিত্রাণী লাহিড়ির ৯৬৭ গ্রাম সোনা, ৮ কেজি ৯০০ গ্রাম রূপো রয়েছে। আর হীরের গয়না রয়েছে ৪ লাখের।
বাংলা খবর/ছবি/বিনোদন/
RIP Bappi Lahiri: সোনা বাড়ি গাড়ি! কত টাকার সম্পত্তি রেখে চিরবিদায় নিলেন বাপ্পি লাহিড়ি? শুনলে চমকে যাবেন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল