TRENDING:

Rihanna is pregnant|| কোটি কোটির সোনা-নীলা-পান্নায় মোড়া বেবি-বাম্প, প্রথমবার মা হতে চলেছেন রিহানা, দেখুন...

Last Updated:
Pregnant Rihanna flaunting baby bump: মা হতে চলেছেন সঙ্গীতশিল্পী তথা ফ্যাশনিস্তা রিহানা। প্রথমবার সন্তানের জন্ম দেওয়ার জন্য শুরু হয়েছে অপেক্ষা। রিহানার পুরুষসঙ্গী র‍্যাপার (rapper-boyfriend) A$AP রকি-ই (A$AP Rocky) সন্তানের বাবা।
advertisement
1/7
কোটি কোটির সোনা-নীলা-পান্নায় মোড়া বেবি-বাম্প, মা হতে চলেছেন রিহানা, দেখুন...
*মা হতে চলেছেন সঙ্গীতশিল্পী (Singer) তথা ফ্যাশনিস্তা (fashionista) রিহানা (Rihanna)। প্রথমবার সন্তানের জন্ম দেওয়ার জন্য শুরু হয়েছে অপেক্ষা। রিহানার পুরুষসঙ্গী র‍্যাপার (rapper-boyfriend) A$AP রকি-ই (A$AP Rocky) সন্তানের বাবা। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*সম্প্রতি প্রেমিক রকির (A$AP Rocky) সঙ্গে নিউইয়র্কের হারলেমে ডে-আউটে গিয়েছিলেন রিহানা (Rihanna)। তখনই সেলিব্রিটি দম্পতির কিছু ছবি ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। সেই সব ছবিতে স্পষ্ট রিহানার বেবি বাম্প। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সংগৃহীত ছবি।      
advertisement
3/7
*ছবিতে রিহানাকে দেখাগিয়েছে হত পিঙ্ক লং জ্যাকেটে। তবে জ্যাকেটের কোনও বোতাম লাগানো না থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর বেবি বাম্প (Rihanna’s baby bump)। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*রকি এবং রিহানাকে ছবিতে ভীষণ খুশি দেখাচ্ছে। রিহানার মা হওয়ার খবরে শুধু যে তাঁর ফ্যানরা খুশি, তাই নয়। রিহানার সিদ্ধান্তে অত্যন্ত খুশি তাঁর বাবা রোনাল্ড  ফেন্টি  (Ronald Fenty)। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*রোনাল্ড  ফেন্টি  (Ronald Fenty) পেজ সিক্সকে জানিয়েছেন, "খুশিতে আমার লাগাতে ইচ্ছা করছে। রিহানা বাচ্চা ভালবাসে। সব সময়ে নিজের ভাইবোনদের আগলে রাখত। নিশ্চিতভাবে ও  খুব ভাল মা হবে।" সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*এ দিন হারলেমে যখন দম্পতিকে দেখা গিয়েছে নিজেদের মধ্যে সময় কাটাতে, তখন তাঁরা একে ওপরে মগ্ন ছিলেন। হাতে হাত রেখে সময় কাটাচ্ছিলেন। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*উল্লেখ্য, রিহানা (Rihanna) এবং র‍্যাপার রকির (A$AP Rocky) সম্পর্কের সূত্রপাত ২০২০ সালে। তখন থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা। রিহানা বাবার সঙ্গেও পরিচয় করেছিলেন ২০০ সালেই। এক সাক্ষাৎকারে রকি জানিয়েছেন, 'রিহানা তাঁর জীবনের ভালবাসা'। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rihanna is pregnant|| কোটি কোটির সোনা-নীলা-পান্নায় মোড়া বেবি-বাম্প, প্রথমবার মা হতে চলেছেন রিহানা, দেখুন...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল