TRENDING:

Richest Actor in India: অমিতাভ বা রজনীকান্ত নন, ইনিই ভারতের সবথেকে ধনী হিরো, মোট সম্পত্তি ৬৩০০ কোটির, কে বলুন তো? পড়ুন

Last Updated:
Richest Actor in India: অমিতাভ বা রজনীকান্ত নন, প্রভাস বা বিজয়-ও নন,ইনিই ভারতের সবথেকে ধনী হিরো
advertisement
1/7
ইনিই ভারতের সবথেকে ধনী হিরো, মোট সম্পত্তি ৬৩০০ কোটির, কে বলুন তো?
রজনীকান্ত বা অমিতাভ নয়, ইনিই ভারতের সবথেকে ধনী অভিনেতা, মোট সম্পত্তির পরিমাণ ৬৩০০ কোটি। নামটা বলতে পারবেন?
advertisement
2/7
ভারতের সবথেকে ধনী অভিনেতা আর কেউ নয়, বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর সাম্প্রতিক দুই ছবি 'পাঠান' আর 'জওয়ান' বিশ্বজুড়ে মোট ২০০০ কোটির ব্যবসা করেছে। এই মুহূর্তে তিনি-ই বলিউডের সর্ব্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা।
advertisement
3/7
কিং খানের পরেই তালিকায় আছেন সলমন খান। সল্লু মিঞার মোট সম্পত্তির পরিমাণ ২৯০০ কোটি। সলমনের সাম্প্রতিক মুক্তি পাওয়া 'টাইগার থ্রি' বিশ্বজুড়ে ৪৬৬ কোটির ব্যবসা করেছে।
advertisement
4/7
সম্পত্তির পরিমাণে খুব একটা পিছিয়ে নেই অক্ষয় কুমার। অক্কির মোট সম্পত্তি ২৫০০কোটির। ২০২৩ সালে তাঁর কোন-ও ছবিই খুব একটা হিট করেনি। খানিক বাঁচিয়ে দিয়েছে 'ও মাই গড ২', ছবিটি বিশ্বজুড়ে ২২১ কোটির ব্যবসা করে।
advertisement
5/7
তালিকায় এরপরেই আছেন আমির খান। তাঁর মোট সম্পত্তি ১৮৬২ কোটির। 'লাল সিং চড্ডা' তেমন সফল হয়নি,আপাতত তিনি মুখিয়ে আছেন 'সিতারে জমিন পর'-এর দিকে। এই সালেই মুক্তি পাবে ছবিটি।
advertisement
6/7
দক্ষিণী সুপারস্টারেদের সম্পত্তিও মাথা ঘুরিয়ে দেওয়ার মত। তামিল সিনেমার সুপারস্টার বিজয়ের মোট সম্পত্তি ৪৭৪ কোটির। ২০২৩ সালে মুক্তি পাওয়া 'লিও' বিশ্বজুড়ে ৬১২ কোটির ব্যবসা করেছে।
advertisement
7/7
রজনীকান্তের মোট সম্পত্তি ৪৩০কোটির। সদ্য মুক্তি পাওয়া জেইলর ১১০ কোটোর ব্যবসা করেছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Richest Actor in India: অমিতাভ বা রজনীকান্ত নন, ইনিই ভারতের সবথেকে ধনী হিরো, মোট সম্পত্তি ৬৩০০ কোটির, কে বলুন তো? পড়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল