TRENDING:

স্বামী নেই...! আজও সিঁথিতে কেন সিঁদুর পরেন রেখা? আসল কারণটা জানলে চমকে উঠবেন!

Last Updated:
Rekha; দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগারওয়ালকে তিনি বিয়ে করেছিলেন ১৯৯০ সালে। কিন্তু তাদের বিয়েটা এক বছরও টেঁকেনি। মুকেশ বিয়ের এক বছরের মাথায় রেখার ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মুকেশের মৃত্যু নিয়ে এরপর অনেক জলঘোলা হয়।
advertisement
1/13
স্বামী নেই...! আজও সিঁথিতে কেন সিঁদুর পরেন রেখা? আসল কারণটা জানলে চমকে উঠবেন!
ভারতীয় চলচ্চিত্রে রেখা যেন এক মিথ। তাঁর অভিনয় দক্ষতা থেকে তাঁর সৌন্দর্য আজও পুরুষের রাতের ঘুম কেঁড়ে নেয়। ৭০ এর দশকের সুপারহিট অভিনেত্রী রেখা আজও তাই এভারগ্রিন। যে কোনও অনুষ্ঠান থেকে যে কোনও ছবির মহরত যে খানেই তিনি পা দেন, মুহূর্তে সবটুকু এল শুষে নেওয়ার ক্ষমতা রাখেন অভিনেত্রী রেখা।
advertisement
2/13
সত্তরের দশকে অভিনয় জীবন শুরু করলেও ৮০ এবং ৯০ এর দশকের শুরুতেও বলিউডে চুটিয়ে কাজ করেছেন তিনি। আসলে রেখা হলেন সেই সুন্দরী যার সৌন্দর্য যাঁর মায়া, মায়ানগরী কোনওদিনই কাটিয়ে উঠতে পারেনি।
advertisement
3/13
জমকালো কাঞ্জিভরম, পিঠ পর্যন্ত ঢেউ খেলানো চুল, সমুদ্রের মতো গভীর চোখ, হাতছানি দেওয়া ঠোঁট, কপালে টিপ আর সিঁথিতে জ্বলজ্বল করছে টকটকে লাল সিঁদুর! বলিউডের সর্বকালীন এক 'ডিভা', রেখা!
advertisement
4/13
এমন এই সৌন্দর্য যা দেখলে তার থেকে কম বয়সি নায়িকাদেরও হিংসে হয়। বর্তমানে এই অভিনেত্রী প্রায় সত্তর ছুঁই ছুঁই। বয়স ৬৭ বছর প্রায়। কিন্তু এই বয়সেও সমান সুন্দরী রেখা। বরং দিনে দিনে যেন বাড়ছে তার রূপের গ্ল্যামার।
advertisement
5/13
ব্যক্তিগত জীবন নিয়ে বারবার চর্চার বিষয়বস্তু হয়েছেন রেখা। অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের বিষয়টা কারও অজানা নেই। জয়া ভাদুড়ীর কারণেই যে তাদের প্রেম ভেঙেছিল সে কথাও সকলেই জানেন।
advertisement
6/13
একসময় বলিউডে অমিতাভ এবং রেখার জুটি ছিল সুপারহিট। কিন্তু প্রেম ভেঙে যাওয়ার পর আর কখনও পর্দায় একসঙ্গে ধরা দেননি তাঁরা। যদিও সাক্ষাৎকারে নিজের ভালবাসার কোথা পরোক্ষে বলেছেন রেখা। নাম না করেই বলেছেন মনের মানুষের কথা।
advertisement
7/13
অমিতাভের সঙ্গে বিচ্ছেদের পর রেখা অবশ্য বিয়ে করেছিলেন। দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগারওয়ালকে তিনি বিয়ে করেছিলেন ১৯৯০ সালে। কিন্তু তাদের বিয়েটা এক বছরও টেঁকেনি। মুকেশ বিয়ের এক বছরের মাথায় রেখার ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মুকেশের মৃত্যু নিয়ে এরপর অনেক জলঘোলা হয়।
advertisement
8/13
কিন্তু মুকেশের মৃত্যুর পরেও রেখা সিঁদুর পরতেন বরাবর। খাতায় কলমে তিনি হিন্দু সমাজ ও সামাজিকতার বিচারে একজন বিধবা হলেও আজও সিঁদুর পরেন অভিনেত্রী। গ্ল্যামার কুইন তবে কার নাম সিঁথি রাঙান? এ এক রহস্য বটে।
advertisement
9/13
কেউ কেউ মনে করেন রেখা অমিতাভ বচ্চনের জন্যই সিঁদুর পরেন। অমিতাভের সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়ে ঋষি কাপুর এবং নিতু সিংয়ের বিয়ের দিন নাকি সিঁথিতে সিঁদুর নিয়ে বিবাহ আসরে উপস্থিত হয়েছিলেন রেখা। সেই সময় রেখার সিঁথিতে সিঁদুর দেখে প্রশ্ন উঠেছিল। রেখা তখন সাফাই দিয়ে বলেন তিনি শুটিং সেট থেকে সরাসরি চলে এসেছেন তাই সিঁদুর তোলার সময় পাননি।
advertisement
10/13
রেখা-অমিতাভের ভালবাসার উপাখ্যান থমকে গেলেও অনেকেই মনে করেন সে ফল্গু ধারা আজও বয়ে চলেছে ইথার তরঙ্গে। অভিনেতা, পরিচালক পুনিত ইসারের স্ত্রী দীপালি ইসার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রেখা সেই মানুষটার জন্যই আজও সিঁদুর পরেন যাঁর প্রতি এখনও তাঁর শ্রদ্ধা ও ভালবাসা অটুট! তিনি আর কেউ নন, অমিতাভ বচ্চন!
advertisement
11/13
রেখার জীবনী লেখক ইয়াসিন ওসমান ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’তে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে অবশ্য তিনি দাবি করেছেন সঞ্জয় দত্তের জন্য নাকি সিঁথিতে সিঁদুর পরে থাকেন রেখা।
advertisement
12/13
রেখার সিঁথির সিঁদুরের দাবিদার বলে অনেকেই অমিতাভ বচ্চনকে ধরে নেন। কিন্তু সেটা নাকি আদতে ভুল। অমিতাভের পর নাকি একসময় সঞ্জয় দত্তের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন সুপারহিট হিরোইন। শুধু তাই নয়, বলিউডের এই কন্ট্রোভার্সি কুইন নাকি গোপনে সঞ্জয় দত্তকে বিয়েও করেছিলেন। আর আজও তাঁরই মঙ্গল কামনায় নাকি নিয়মিত সিঁদুর পরেন গ্ল্যামার কুইন।
advertisement
13/13
তিনি কার জন্য সিঁদুর পরেন ? এই প্রশ্ন রেখাকে যতবারই সাংবাদিকরা করেছেন, তিনি কিন্তু উত্তর দিয়েছেন, 'সিঁদুর পরাটা ফ্যাশনেবল! তা পরেছি!' কিন্তু সত্যিই এতটাই কি সহজ উত্তরটা ?
বাংলা খবর/ছবি/বিনোদন/
স্বামী নেই...! আজও সিঁথিতে কেন সিঁদুর পরেন রেখা? আসল কারণটা জানলে চমকে উঠবেন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল