TRENDING:

Rekha-Radha: রেখা নন, ইনি রাধা! রেখাই তাঁর কেরিয়ারের সব থেকে বড় বাধা ! জানলে অবাক হবেন

Last Updated:
Rekha-Radha: একেবারে রেখার মতোই দেখতে। কে এই রাধা? রেখা কেন এই মেয়েকে আসতে দেননি বলিউডে? জানলে অবাক হবেন
advertisement
1/10
রেখা নন, ইনি রাধা! রেখাই তাঁর কেরিয়ারের সব থেকে বড় বাধা ! জানলে অবাক হবেন
রেখা। এই নামটাই যথেষ্ট। আর কিছু বলার দরকার হয় না। মোহময়ী এক নারী তাঁর রূপে, অভিনয়ে আজও যেন বশ করে রেখেছে বহু মানুষের মন। তবে এই ছবিটি কিন্তু রেখার নয়। হুবহু এক রকম দেখতে এই নারী কে? জানেন কী আপনি? এই নারীর নাম রাধা! (photo source collected)
advertisement
2/10
রাধা আসলে রেখার নিজের বোন। রেখার বাবা জেমিনি গণেশন ছিলেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত অভিনেতা, যিনি একসময় ৩টি বিয়ে করেছিলেন। তাঁর দ্বিতীয় স্ত্রী পুষ্পাবল্লীর মেয়ে রেখা ও রাধা। যদিও রেখার সঙ্গে তার বাবা জেমিনি গণেসানের সম্পর্ক ভালো ছিল না, কিন্তু তিনি তাঁর বোনদের খুব কাছের। রেখার বোনদের নাম জয়া শ্রীধর, নারায়ণী গণেশন, বিজয়া চামুন্ডেশ্বরী, রেবতী স্বামীনাথন, রাধা উসমান সৈয়দ এবং কমলা সেলভারাজ। (photo source collected)
advertisement
3/10
বোনদের মধ্যে রাধা হলেন রেখার খুবই কাছের। রেখার অন্যান্য বোনেরা প্রত্যেকেই নিজের জীবনে প্রতিষ্টিত। কেউ কেউ ডাক্তারও, তবে রেখার আসল বোন রাধা দক্ষিণের অনেক ছবিতে কাজ করেছেন, তিনি একজন সফল অভিনেত্রী এবং রেখার মতোই সুন্দরী। (photo source collected)
advertisement
4/10
সংসারের চাপে দুই বোনকেই অভিনয় শুরু করতে হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এক জন চলে গিয়েছিলেন খ্যাতির শীর্ষে। আর এক বোন এখন বিস্মৃতির আড়ালে। শোনা যায়, বোন রাধাকে পরবর্তী সময়ে অভিনয় করতে দেননি দিদি রেখা, নিজেই। (photo source collected)
advertisement
5/10
তামিল ও তেলুগু ছবির অভিনেত্রী পুষ্পাবল্লীর কাছে অভিনয়ের সুযোগ ক্রমশ কমে আসছিল। পরিবর্তে তাঁর মেয়ে রেখার কাছে শিশুশিল্পী হিসেবে কাজ করার সুযোগ আসতে থাকে। অভিনেত্রী হওয়ার ইচ্ছে কোনও দিন ছিল না রেখার। চেয়েছিলেন স্বাভাবিক শৈশব কাটাতে। কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে মাত্র ১৩ বছর বয়সে পড়াশোনায় ইতি টেনে অভিনয়জীবনে পা রাখতে বাধ্য হন তিনি। (photo source collected)
advertisement
6/10
তার পরেও বার বার অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন রেখা। কিন্তু পারেননি মায়ের কথা ভেবে। চেন্নাই থেকে বলিউডে অভিনয় করতে এসেছিলেন রেখা। প্রথম দিকে হিন্দি তাঁর কাছে দুর্বোধ্য ছিল। কিন্তু রক্তরক্ষণ সত্ত্বেও অভিনয় চালিয়ে গিয়েছেন তিনি। রেখার বোন রাধা যখন অভিনেত্রী হতে চাইলেন, তখন কিন্তু তীব্র আপত্তি জানালেন রেখা। তিনি চাননি, সিনেমা জগতের আলোতে তাঁর বোনের জীবন ক্ষত বিক্ষত হোক! কারণ রেখা নিজে অনেক কিছু সহ্য করেছেন। জীবনে প্রায় সব কিছুই হারাতে হয়েছে তাঁকে। এসেছে শুধু খ্যাতি আর খ্যাতি। (photo source collected)
advertisement
7/10
তার পরেও অবশ্য অভিনয় করেছিলেন রাধা। কিছু তামিল ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু কোনও দিনই প্রথম সারির নায়িকা হয়ে উঠতে পারেননি। রেখার সঙ্গে তাঁর চেহারার সাদৃশ্যও আছে। (photo source collected)
advertisement
8/10
পরবর্তীতে রাধা বিয়ে করেন তাঁর বাল্যবন্ধু উসমান সৈয়দকে। পেশায় মডেল উসমান হলেন পরিচালক এস এম আব্বাসের ছেলে। বিয়ের পরে অভিনয় পুরোপুরি ছেড়ে দেন রাধা। স্বামীর সঙ্গে থিতু হন আমেরিকায়। সেখানে তিনি এক জন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী। অবসরে নৃত্যচর্চাও করে থাকেন। (photo source collected)
advertisement
9/10
তবে রেখা বলিউডে একজনই হয়েছেন। সেই জায়গা কেউ নিতে পারবে না কখনই। রেখার রূপের জাদুতে আজও সকলে মোহিত। (photo source collected)
advertisement
10/10
বলিউডে রেখার সঙ্গে নাম জড়িয়েছে অনেকের। তবে অমিতাভ ও রেখার প্রেমের গল্প আজও কানপাতলে শোনা যায় বলি পাড়ায়। যদিও বহু বছর তাঁরা একে অপরের সঙ্গে কথাও বলেন না। এ নিয়ে বিস্তর গুজবও আছে। (photo source collected)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rekha-Radha: রেখা নন, ইনি রাধা! রেখাই তাঁর কেরিয়ারের সব থেকে বড় বাধা ! জানলে অবাক হবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল