Rekha Jaya Amitabh Love Triangle: রেখা নয়..., এই 'একটি' কারণে জয়াকেই বিয়ে করেছিলেন Big B অমিতাভ! ফাঁস হল 'সত্যি'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rekha Jaya Amitabh Love Triangle: আশির দশকের সুপারস্টার ছিলেন অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি এবং রেখা। আবার এই তিনজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন প্রায় মিথ হয়ে উঠেছিল আরব সাগর তিরে।
advertisement
1/8

আশির দশকের সুপারস্টার ছিলেন অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি এবং রেখা। আবার এই তিনজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন প্রায় মিথ হয়ে উঠেছিল আরব সাগর তিরে।
advertisement
2/8
অমিতাভ জয়া এবং রেখার ত্রিকোণ প্রেমের সম্পর্ক ঘিরে গুঞ্জন আজও মেটেনি। শোনা যায় জয়াকে বিয়ে করলেও বিয়ের পর রেখার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বিগ বি।
advertisement
3/8
দেখতে দেখতে তাদের বিবাহিত জীবনের ৫০ বছর অতিক্রম করে ফেললেন অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুড়ি। কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, একটা সময় এই সুখী গৃহকোণেই ঝড় তুলেছিলেন রেখা। যদিও জয়া শক্ত হাতে তার প্রায় ভাঙতে বসা সংসারের হাল ধরেন।
advertisement
4/8
সম্প্রতি জানা গেল অমিতাভ বচ্চন কেন বলিউডের তাবড় তাবড় সুন্দরীদের ছেড়ে জয়া ভাদুড়িকেই বিয়ে করেছিলেন?
advertisement
5/8
জয়া তার জীবনে আসার আগে অমিতাভ বচ্চন এক মারাঠি তরুণীর প্রেমে পড়েছিলেন। কলকাতাতে তিনি যখন একটি সংস্থায় চাকরি করতেন তখন তার সহকর্মী চন্দ্রা নামের একটি মেয়ের সঙ্গে তার বিয়ের কথাবার্তা পর্যন্ত এগোতে শুরু করে। কিন্তু সম্পর্কটা ভেঙ্গে যায়। অমিতাভ এরপর বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করতে আসেন।
advertisement
6/8
অমিতাভ এবং জয়ার দেখা হয়েছিল শুটিংয়ের সেটে। বেশ কিছু ছবি ফ্লপ হওয়ার পর জয়া ভাদুড়ির সঙ্গে অমিতাভের ছবিগুলো বক্স অফিসে হিট হতে শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। জয়াকে বিয়ে করার জন্য একটি বিশেষ কারণ ছিল অমিতাভের।
advertisement
7/8
কিছুদিন আগে কৌন বানেগা ক্রোড়পতিতে এক প্রতিযোগী অমিতাভ বচ্চনকে এই প্রশ্নটিই করে বসেন। উত্তরে বলিউড শাহেনশাহ জানান তার আসলে জয়ার একটি বিশেষ গুণ ভীষণ ভাল লেগে গিয়েছিল প্রথম দেখাতেই। সেটা হল জয়ার লম্বা চুল। জয়া ভাদুড়ির লম্বা চুল দেখে তার পছন্দ হয়ে গিয়েছিল।
advertisement
8/8
অমিতাভ বলেন, “আমি আমার বউকে বিয়ে করেছিলাম এই একটাই কারণে। ওর চুল খুব লম্বা ছিল।” অমিতাভের উত্তর শুনে হাততালিতে ফেটে পড়েন দর্শকরা। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ক্লিপিংস।