Rekha: তাদের মধ্যে যৌন সম্পর্ক...ফরজানার সঙ্গে লিভ-ইন? রেখাকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন জীবনীকার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Rekha: 'দ্য আনটোল্ড স্টোরি'-তে রেখার জীবন নিয়ে যখন তোলপাড় চলছে তখনই শক্ত হাতে হাল ধরলেন রেখার জীবনীকার ইয়াসের উসমান৷
advertisement
1/7

সৌন্দর্য, গ্ল্যামার এখনও একটুও কমেনি৷ আবেদনময়ী চাহনিতে কোটি কোটি পুরুষের হৃদয় জয় করে রাতের ঘুম উড়িয়েছেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা। তিনি বরাবরই সাহসী, গতে বাঁধা সমীকরণ থেকে বেরিয়ে নিজের ছন্দেই অনেক বেশি সাবলীল। তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চারও শেষ নেই৷
advertisement
2/7
সম্প্রতি রেখার সঙ্গে তার সেক্রেটারি ফরজানার সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে সংবাদমাধ্যমে৷ ২০১৬ সালে প্রকাশিত ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী 'দ্য আনটোল্ড স্টোরি'-তেই নায়িকার জীবনের অজানা তথ্য উঠে এসেছে৷
advertisement
3/7
রেখার সবচেয়ে কাছের মানুষ হলেন ফরজানা৷ তাকে টপকে অভিনেত্রীর কাছে পৌঁছানো সম্ভব নয়৷ কেরিয়ারের শুরুর দিন থেকেই রেখার ছায়াসঙ্গী ফরজানা৷ এমনকী রেখার বেডরুমে তিনি ছাড়া আর কারোর প্রবেশের অনুমতি নেই৷ তিনিই একমাত্র রেখার পারফেক্ট পার্টনার, তাঁকে ছাড়া রেখা বাঁচতে পারবেন না৷
advertisement
4/7
ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী 'দ্য আনটোল্ড স্টোরি'-তেই রেখার জীবনের এই অজানা অধ্যায় প্রকাশ্যে এসেছে৷ এখানেই শেষ নয়, রেখা বাইসেক্সুয়াল, ফরজানার সঙ্গেই তার সম্পর্ক রয়েছে এমন কথা রটেছিল স্বামী মুকেশ আগরওয়ালের আত্মহত্যার পরে৷ যদিও অভিনেত্রী তা মানতে নারাজ ছিলেন৷
advertisement
5/7
'দ্য আনটোল্ড স্টোরি'-তে রেখার জীবন নিয়ে যখন তোলপাড় চলছে তখনই শক্ত হাতে হাল ধরলেন রেখার জীবনীকার ইয়াসের উসমান৷
advertisement
6/7
সম্প্রতি টুইটারে বিবৃতি দিয়ে জানান, আমার বইয়ের কথা উল্লেখ করে রেখার লিভ-ইন রিলেশনশিপ নিয়ে যেভাবে সংবাদমাধ্যমে লেখালিখি চলছে, যা পুরোপুরি ভুয়ো ও বিভ্রান্তিমূলক৷
advertisement
7/7
ইয়াসের উসমান আরও বলেন,বইয়ের কোথাও লিভ-ইন রিলেশনশিপ এই শব্দের ব্যবহার করা হয়নি৷ কোথাও বলা হয়নি তাদের মধ্যে যৌন সম্পর্ক রয়েছে৷ অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে কাটাছেঁড়া হওয়ায় রীতিমতো বিরক্ত লেখক৷ তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও হুমকি দিয়েছেন৷