Rashami Desai: হট লুকে ধরা দিলেন রশমি দেসাই! কার্ভি চেহারায় পারদ চড়ালেন অভিনেত্রী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Rashami Desai: কার্ভি চেহারায় পারদ চড়ালেন রশমি। করসেট ড্রেসে স্পষ্ট রশমির আওয়ারগ্লাস চেহারা।
advertisement
1/10

হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রশমি দেসাই। তবে শুধু অভিনয় নয়। সাজ পোশাক ও ফ্যাশনেও পেজ থ্রি-তে উঠে আসে তাঁর নাম।
advertisement
2/10
কার্ভি চেহারায় পারদ চড়ালেন রশমি। করসেট ড্রেসে স্পষ্ট রশমির আওয়ারগ্লাস চেহারা। তাঁর সৌন্দর্যে অনেকেই কুপোকাত।
advertisement
3/10
ঘন নীল রঙের ড্রেসে স্পষ্ট রশমির ক্লিভ লাইন। টোনড উরুদ্বয়ও নজর কাড়ছে।
advertisement
4/10
এই পোশাকের সঙ্গে একদম মানানসই চুলের স্টাইল ও সাজ। গোটা সাজে গ্ল্যামারাস লুক রশমির।
advertisement
5/10
এই ড্রেসে স্টাইলিশ লুক। বলাই বাহুল্য এই সাজে রশমিকে আবেদনময়ী লাগছে।
advertisement
6/10
এই ড্রেসে স্টাইলিশ লুক। বলাই বাহুল্য এই সাজে রশমিকে আবেদনময়ী লাগছে।
advertisement
7/10
এই ড্রেসের সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ পরেছেন রশমি। অভিনেত্রীর হাসিতে মুগ্ধ অনেকে।
advertisement
8/10
বলাই বাহুল্য এই সাজে রশমিকে আবেদনময়ী লাগছে। পোশাকে তাঁর শরীরী ভাঁজ স্পষ্ট।
advertisement
9/10
রশমি দেসাইয়ের এই লুকে মুগ্ধ নেটিজেন। পোশাকের সঙ্গে মানানসই তাঁর সাজ।
advertisement
10/10
হিন্দি টেলিভিশনে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন রশমি। এছাড়াও বিগবস ১৩-তে তিনি ছিলেন।