Sudipa Chatterjee| Aindrila Sharma|| ভেন্টিলেশনে লড়ছে ঐন্দ্রিলা, সুদীপার খোলা চিঠি যেন দলা পাকানো কান্না! পড়ুন সেই চিঠি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sudipa Chatterjee's letter to Actress Aindrila Sharma: আজ ৭ দিন হয়ে গেলেও তাঁকে ভেন্টিলশনে থেকে বার করা যায়নি। তবে আজ সোমবার শেষ পাওয়া খবর অনুযায়ী, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা।
advertisement
1/10

*পর পর দু'বার ক্যানসার জয় করে ফিরেছেন ‘জিয়ন কাঠি' নায়িকা ঐন্দ্রিলা শর্মা। ভেবেছিলেন হয়তো এ বারে স্বাভাবিক ছন্দে বইবে জীবন। কিন্তু না! আচমকাই ছন্দপতন। (ছবিঃ ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
advertisement
2/10
*গত মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। সেদিন থেকে হাসপাতালে চলছে কঠিন লড়াই। ঐন্দ্রিলার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে নায়িকার পরিবার, প্রেমিক-সহ গোটা হাসপাতাল। (ছবিঃ ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
advertisement
3/10
*আজ ৭ দিন হয়ে গেলেও তাঁকে ভেন্টিলশনে থেকে বার করা যায়নি। তবে আজ সোমবার শেষ পাওয়া খবর অনুযায়ী, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা। তাঁর সংক্রমণের মাত্রা কমেছে। নায়িকার সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন সকলে। (ছবিঃ ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
advertisement
4/10
*এমতাবস্থায় ঐন্দ্রিলার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করছেন তাঁর পরিচিতেরা। রবিবার সকালে রান্নাঘর সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় ফেসবুকে খোলা চিঠি লিখেছেন ঐন্দ্রিলাকে। রয়েছে প্রেমিক সব্যসাচীর কথাও। তাঁর হার না মানা ভালবাসার কথা। (ছবিঃ ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
advertisement
5/10
*মা শিখা শর্মাকে নিয়ে ছোট পর্দায় সুদীপার রান্নাঘরে গিয়েছিলেন ঐন্দ্রিলা। সেই এপিসোডের একটি ছবি শেয়ার করে মনের কথা লিখেছেন নায়িকার আরোগ্য কামনায়, তাঁকে লড়াইয়ের শক্তি দিতে। (ছবিঃ ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
advertisement
6/10
*সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন, "আদরের ঐন্দ্রিলা। কোনওদিন চিঠি লিখতে হবে ভাবিনি। একটা কথা তোমাকে কখনও বলা হয়নি। তোমাকে বড্ড ভালোবাসি। কখন যে তুমি মনের এতটা জুড়ে হয়ে গেলে- জানতেই পারিনি। কিন্তু আজ একটা কথা না জানালে খুব ভুল হবে।" (ছবিঃ ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
advertisement
7/10
*সুদীপা লিখেছেন, "তুমি নিজে জানো ঈশ্বর কেন বারবার তোমাকেই এত কঠিন পরীক্ষার মুখোমুখি রেখেও জিতিয়ে দিচ্ছেন? কারণ, তুমি সবার সামনে একটা দৃষ্টান্ত তৈরি করতে পারবে। হ্যাঁ। তুমিই পারবে সবাই পারে না। সবাই ঐন্দ্রিলা শর্মা হতে পারে না।" (ছবিঃ ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
advertisement
8/10
*রান্নাঘর সঞ্চালিকা আরও লিখেছেন, "তোমাকে পারতেই হবে। নইলে এতগুলো মন, যাঁরা সারাদিন তোমার ফিরে আসার জন্য সারাদিন প্রার্থনা করছেন। কিংবা ওই হাসপাতালের সবাই- যাঁরা তোমাকে ফিরিয়ে আনার জন্য নিরলস পরিশ্রম করছেন। তাঁদের সবার এত এফর্ট, সব ব্যর্থ হয়ে যাবে। সারা কলকাতা প্রার্থনা করছে তোমার জন্য ঐন্দ্রিলা।" (ছবিঃ ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
advertisement
9/10
*সুদীপার সংযোজন, "সব্যসাচীর মতো একজন বন্ধু তোমার জন্য অপেক্ষা করছেন। বৌদি (তোমার মা) তোমার বকুনি শুনবেন বলে অপেক্ষা করছেন। তোমার পরিবার, তোমার ফ্যানস, তোমার বন্ধুরা সবাই অপেক্ষা করছে তোমার জন্য। শ্যুটিং ফ্লোর তোমার মিষ্টি হাসি ক্যামেরাবন্দি করবে বলে অপেক্ষা করছে। এত অপেক্ষা কখনও মিথ্যে হতে পারে না।" (ছবিঃ ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
advertisement
10/10
*সব শেষে সুদীপা লেখেন, "তুমি আসবে। অনেক আদর রইল আমার সোনা বোনটার জন্য। ইতি - সুদীপাদি।" (ছবিঃ ফেসবুক পেজ থেকে সংগৃহীত)