TRENDING:

Sudipa Chatterjee|| 'তোমার এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না', ফের প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর সুদীপা

Last Updated:
Sudipa Chatterjee lost near one Shukla Mukhopadhyay: ভানুকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন। তাঁকে সামলাতে বাড়িতে এসেছে নতুন অতিথি। তাকে নিয়েই কাটছিল দিন। কিন্তু ফের প্রিয়জনকে হারালেন সুদীপা চট্টোপাধ্যায়।
advertisement
1/8
'তোমার এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না', ফের প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর সুদীপা
*ভানুকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন। তাঁকে সামলাতে বাড়িতে এসেছে নতুন অতিথি। তাকে নিয়েই কাটছিল দিন। কিন্তু ফের প্রিয়জনকে হারালেন 'রান্নাঘর' সঞ্চালিকা তথা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*বুধবার রাতে প্রয়াত হয়েছেন জনপ্রিয় রান্নার শো-এর অত্যন্ত পরিচিত মুখ শুক্লা মুখোপাধ্যায়। যাকে কিচেন ক্যুইন বলে আখ্যায়িত করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*শুক্লা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার এবং গুণমুগ্ধরা। তাঁকে হারিয়ে ভেঙে পড়েছেন সুদীপাও। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*ফেসবুকেও নিজের শোক ব্যক্ত করেছেন সুদীপা। লিখেছেন, "তোমার তো এত তাড়াতাড়ি যাবার কথা ছিল না। আমি তোমায় নিয়ে কিছু আজ লিখতে পারব না।" সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*সুদীপা আরও লিখেছেন, "রান্নাঘর যখন শুরু হয়, তখন আমাদের নতুন সংসারের ভাঁড়ার ছিল শূন্যপ্রায়। শুক্লাদি, তা টের পেতে দিত না কখনও।আজ শুক্লাদিকে নিয়ে কিছু লিখতে বসে ভাবনাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে।" সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলে যাওয়াটা তাঁকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। লিখেছেন, "এ বছর জন্মদিনে wish করতেও ভুলে গেছি। কতদিন তোমার কোনও খোঁজ নিইনি।" সংগৃহীত ছবি। 
advertisement
7/8
*শুক্লা মুখোপাধ্যায় ছিলেন রান্নাঘরের বহু পর্বের অতিথি। তাঁর রান্নার স্টাইল বহু মানুষ পছন্দ করতেন। তাঁকে পছন্দ করতেন সুদীপা নিজেও, সোশ্যাল মিডিয়া পোস্টই তার প্রমাণ। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*তবে শুক্লা মুখোপাধ্যায়ের প্রয়াণের কথা জানা গেলেও, কী হয়েছিল তাঁর, বা মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সুদীপার এই পোস্টে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ শোকজ্ঞাপন করেছেন। ফলে শুক্লা মুখোপাধ্যায়ের মধ্যে কতটা পরিচিত ছিল, তা সহজেই অনুমেয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sudipa Chatterjee|| 'তোমার এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না', ফের প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর সুদীপা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল