TRENDING:

Rani Chatterjee: সুতোর বাঁধনে আঁটোসাঁটো পিঠের সৌন্দর্য! খোলা চুল ও টু-পিসে আগুন ঝরাচ্ছেন বাঙালি নায়িকা

Last Updated:
Rani Chatterjee Item Song Look: রানী এখন তাঁর আসন্ন ওয়েব সিরিজ 'পাকাদাউয়া বিয়াহ'-এর সেট-এ অভিনয়ে ব্যস্ত। শ্যুটিংয়ের সেট থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেছেন রানী চট্টোপাধ্যায়। তাঁর দুর্দান্ত লুক দেখে চোখ তো কপালে উঠল নেটিজেনদের।
advertisement
1/8
সুতোর বাঁধনে আঁটোসাঁটো পিঠ! খোলা চুল ও টু-পিসে আগুন ঝরাচ্ছেন বাঙালি নায়িকা
ভোজপুরি অভিনেত্রী রানী চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়। শুধু তাই নয়, তিনি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে তাঁর জীবনের ও কাজের যাবতীয় আপডেটগুলি ভাগ করে নেন। তাই জনপ্রিয়তাও তুঙ্গে। এই মুহূর্তে রানী এখন তাঁর আসন্ন ওয়েব সিরিজ 'পাকাদাউয়া বিয়াহ'-এর সেট-এ অভিনয়ে ব্যস্ত। শ্যুটিংয়ের সেট থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেছেন রানী চট্টোপাধ্যায়। তাঁর দুর্দান্ত লুক দেখে চোখ তো কপালে উঠল নেটিজেনদের।
advertisement
2/8
এই মুহূর্তে রানী এখন তাঁর আসন্ন ওয়েব সিরিজ 'পাকাদাউয়া বিয়াহ'-এর সেট-এ অভিনয়ে ব্যস্ত। শ্যুটিংয়ের সেট থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেছেন রানী চট্টোপাধ্যায়। তাঁর দুর্দান্ত লুক দেখে চোখ তো কপালে উঠল নেটিজেনদের।
advertisement
3/8
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিগুলিতে, আইটেম গার্ল হিসাবে রানীকে একটি কালো রঙের পোশাকে দেখা যায়। পরনে একটি কালো লেহেঙ্গা। একটি ছবিতে, অভিনেত্রীকে তাঁর পিঠ ফ্লান্ট করতেও দেখা যায়, যেখানে তিনি তার আশ্চর্যজনক সৌন্দর্য দেখতে পাচ্ছেন।
advertisement
4/8
রানী চট্টোপাধ্যায়ের পোস্ট (রানি চ্যাটার্জি ইনস্টাগ্রাম পোস্ট) থেকে একটি জিনিস স্পষ্ট যে ওয়েব সিরিজ 'পাকদুয়া বিয়াহ'-এ তাঁকে অঙ্কুশ রাজা, রক্ষা গুপ্তা, আনারা গুপ্তার সঙ্গেও দেখা যাবে। সূত্রের খবর, এই ওয়েবসিরিজে রানী তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে চলেছেন, যেখানে অভিনেত্রীকে একটি আইটেম নম্বর করতেও দেখা যাবে।
advertisement
5/8
অযোধ্যায় চলছে ওয়েব সিরিজ 'পাকদুয়া বিয়াহ'-এর শুটিং। এর কয়েকটি পর্বের শুটিংও শেষ হয়েছে বলে জানা গিয়েছে। ইয়াশি ফিল্মসের ব্যানারে এটি নির্মিত হচ্ছে।
advertisement
6/8
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করার পাশাপাশি রানীও লিখেছেন, 'আমি শীঘ্রই ইয়াশি ফিল্ম নিয়ে আসছি'। অভিনেত্রীর ক্যাপশন থেকেই স্পষ্ট যে এটি এই ওয়েব সিরিজের একটি খুব জমজমাটি গান হতে চলেছে। এ নিয়ে ভক্তরা বেশ উৎসুক, সন্দেহ নেই।
advertisement
7/8
ভোজপুরি ওয়েব সিরিজ 'পাকাদাউয়া বিয়াহ'-এর পরিচালক বিকাশ তিওয়ারি। এটি OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে। অঙ্কুশ রাজা ছাড়াও, রক্ষা গুপ্তা, আনারা গুপ্তা, পূজা তিওয়ারি, রম্ভা সাহনি, বিনীত বিশাল, ভিআইবি বিজেন্দ্র, বিষ্ণু শঙ্কর বেলু, ওপি কাশ্যপ এতে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন।
advertisement
8/8
এর আগেও ভাইরাল হওয়া গানে রানী চট্টোপাধ্যায় ও অবদেশ মিশ্রাকে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। এঁরা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে। আগামী দিনে রানীর নতুন আইটেম গান যে ঝড় তুলবে ফের একপ্রস্ত তা বেশ আন্দাজ করা যায় সহজেই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rani Chatterjee: সুতোর বাঁধনে আঁটোসাঁটো পিঠের সৌন্দর্য! খোলা চুল ও টু-পিসে আগুন ঝরাচ্ছেন বাঙালি নায়িকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল