TRENDING:

সম্পর্কে রণধীর কাপুরের শ্যালিকা, বোনের শ্বশুরের সঙ্গে পর্দায় রোম্যান্স করেছেন চুটিয়ে, এখনও তাঁর মতো করে চুল কাটে নতুন প্রজন্ম, সাধনাকে মনে পড়ে?

Last Updated:
সাধনার জন্মবার্ষিকী ১৯৪১ সালের ২ সেপ্টেম্বর। জন্মদিনে সাধনাকে নিয়ে কিছু কথা জেনে নেওয়া যাক।
advertisement
1/6
সম্পর্কে রণধীর কাপুরের শ্যালিকা, বোনের শ্বশুরের সঙ্গে পর্দায় রোম্যান্স করেছেন চুটিয়ে
বলা হয়, কাপুর পরিবারের সঙ্গে সম্পর্ক আছে, এমন মেয়েরা না কি অভিনয়ের জগতে আসতে পারতেন না। সবাই বলেন, সেই নিয়ম ভেঙেছিলেন করিশমা কাপুর আর করিনা কাপুর খান। তবে, বলিউডে এমন একজন অভিনেত্রী কিন্তু ছিলেন যাঁর কাপুর পরিবারের সঙ্গে প্রত্যক্ষ হলেও সম্পর্ক ছিল এবং তিনি ষাটের দশকেও তাঁর মুক্তচিন্তার কারণে খবরের শিরোনামে থাকতেন। অপরূপা সুন্দরী, সেই সময়ে তো বটেই, এমনকি এখনও তিনি স্টাইল আইকন!
advertisement
2/6
সম্পর্কে রণধীর কাপুরের শ্যালিকা, বোনের শ্বশুরের সঙ্গে পর্দায় রোম্যান্স করেছেন চুটিয়ে
তিনি আর কেউ নন, সাধনা শিবদাসানি, যার চুলের স্টাইল সেই সময় থেকে এখনও পর্যন্ত আবেদন হারায়নি। চুড়িদার আর টাইট কুর্তাও তিনিই ফ্যাশনে নিয়ে এসেছিলেন। সাধনার জন্মবার্ষিকী ১৯৪১ সালের ২ সেপ্টেম্বর। জন্মদিনে সাধনাকে নিয়ে কিছু কথা জেনে নেওয়া যাক।
advertisement
3/6
সাধনার জন্ম পরাধীন ভারতের এক সিন্ধি পরিবারে। তাঁর বাবা অভিনেত্রী সাধনা বসুকে খুব পছন্দ করতেন, তাই তিনি মেয়ের নাম রেখেছিলেন সাধনা। সাধনার কাকা হরি শিবদাসানি সেই সময়ের একজন অভিনেতা ছিলেন। সাধনা এবং কাপুর পরিবারের মধ্যে সম্পর্কের কথা বলতে গেলে তিনি ববিতা অর্থাৎ করিশমা আর করিনার মায়ের খুড়তুতো ভাই।
advertisement
4/6
আসলে, ববিতার বাবা হরি শিবদাসানি সাধনার কাকা ছিলেন। এই সম্পর্কের কারণে ববিতা এবং সাধনা খুড়তুতো বোন এবং সাধনা রণধীর কাপুরের শ্যালিকা।সাধনার কেরিয়ার শুরু হয়েছিল ১৪ বছর বয়সে রাজ কাপুরের ছবি দিয়ে। তখন তিনি রাজ কাপুরের ছবি শ্রী ৪২০ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। ছবির মুড় মুড় কে না দেখ গানটিতে তাঁকে কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল।কিন্তু পরে সাধনা রাজ কাপুরের সঙ্গে দুলহা দুলহন (১৯৬৪) ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন। ছবিতে দুজনের প্রেমের সম্পর্ক দেখা যায়। এটি ছিল জুটি হিসেবে তাঁদের প্রথম ছবি।
advertisement
5/6
এখানে একটা মজার কথা বলতেই হয়। রাজ কাপুরের পুত্রবধূ হলেন ববিতা। তবে বোনের শ্বশুরের সঙ্গে ছবিতে রোম্যান্স করেছেন সাধনা চুটিয়ে। শুধু তাই নয়, সাধনা ববিতার খুড়শ্বশুর শাম্মি কাপুরের সঙ্গে বেশ কিছু ছবিতে জুটি বেঁধেছিলেন। রাজ কাপুর আর সাধনার ঝগড়ারও একটা মজার গল্প আছে। সাধনা তাঁর চুল এবং চেহারার দিকে খুবই মনোযোগ দিতেন। একবার সাধনা রাজ কাপুরের সঙ্গে কাজ করছিলেন। তাঁর শট প্রস্তুত ছিল। রাজ কাপুর যখনই অ্যাকশন বলতেন, তখনই তিনি চুল আঁচড়াতে শুরু করতেন।
advertisement
6/6
একবার রাজ কাপুর বেশ কয়েকবার অ্যাকশন বললেও সাধনা চুল ঠিক করা বন্ধ করেননি! এতে রাজ কাপুর বিরক্ত হয়ে যান। এই নিয়ে বকাঝকা করতে গেলে সাধনাও দেন দুকথা শুনিয়ে। সাধনা তখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন, তা সত্ত্বেও রাজ কাপুরের মতো একজন সুপারস্টারের সঙ্গে তর্ক করতে তিনি এতটুকুও পিছ-পা হননি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
সম্পর্কে রণধীর কাপুরের শ্যালিকা, বোনের শ্বশুরের সঙ্গে পর্দায় রোম্যান্স করেছেন চুটিয়ে, এখনও তাঁর মতো করে চুল কাটে নতুন প্রজন্ম, সাধনাকে মনে পড়ে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল