Ranbir Kapoor Alia Bhatt wedding : পাঁচ বছরের প্রেমের আখ্যান! কখনও শ্যাম্পেন, কখনও কেক কেটে রালিয়ার নতুন যাত্রা শুরু
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Ranbir Kapoor Alia Bhatt wedding : একদিকে পাঁচদিনের প্রেমকে পরিণতি দেওয়ার উদযাপন। অন্যদিকে সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার।
advertisement
1/10

অবশেষে নবদম্পতির বেশে আবির্ভূত রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রেমের পরিণতি দিলেন আজ তারকা জুটি। বিয়ের ছবি নিজেই শেয়ার করেছেন আলিয়া। তবে এছাড়াও রয়েছে আরও কিছু ছবি যেখানে স্পষ্ট কেমন ভাবে হল শুভ পরিণয়।
advertisement
2/10
কোনও বিগ ফ্যাট ওয়েডিং বা ডেস্টিনেশন ওয়েডিং নয়। যে বাড়িতে গত পাঁচ বছর তৈরি হয়েছে প্রেমের আখ্যান, সেখানেই গাঁটছড়া বাঁধলেন রালিয়া।
advertisement
3/10
তবে সাত পাক ঘোরার পাশাপাশি কেক কেটে নিজেদের এই নতুন যাত্রার সূচনা করেছেন রালিয়া।
advertisement
4/10
একদিকে পাঁচদিনের প্রেমকে পরিণতি দেওয়ার উদযাপন। অন্যদিকে সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার। শ্যাম্পেনের গ্লাসে চিয়ার্স করে নতুন যাত্রা শুরু রালিয়ার।
advertisement
5/10
এই বিয়েতে করণ জোহরের ভূমিকা গুরুত্বপূর্ণ। রণবীর ও আলিয়ার গাঁটছড়া বেঁধেছেন তিনি। পরে তাঁর চোখে জল এসে যায় বলেও জানা যায়।
advertisement
6/10
সেই মাহেন্দ্রক্ষণ। নববধূর বেশে ক্যামেরার সামনে হাজির রালিয়া। তাঁরা যেন গ্রীষ্মের সন্ধেয় শান্তির অবকাশ।
advertisement
7/10
আলিয়া রণবীর বেছে নিয়েছে ব্যতিক্রমী রং। সাদা ও সোনালীর মিশেলে তাঁদের সাজ। করিশ্মাও সেজেছেন হালকা রঙে।
advertisement
8/10
আলিয়ার মায়ের সঙ্গে রণবীরের দিদি। সোনি রাজদান ও ঋদ্ধিমা কাপুর দুজনের সাজই মার্জিত।
advertisement
9/10
রণবীরের দিদি ঋদ্ধিমার সঙ্গে করিনা। করিনাও সম্পর্কে রণবীরের দিদি।
advertisement
10/10
বিয়ের পরে নতুন বউকে কোলে তুলে নিলেন বর। ছবি দেখে মুগ্ধ নেটিজেন।