Ram Charan-Virat Kohli: আমাদের একই রকম দেখতে, বিরাটের বায়োপিকে অভিনয় নিয়ে রামচরণের মন্তব্য ঘিরে তোলপাড়!
- Published by:Teesta Barman
Last Updated:
Ram Charan-Virat Kohli: সম্প্রতি ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় নাচ করতে দেখা গেল বিরাটকে। এর আগেও তাঁকে একাধিকবার মাঠে নাচতে দেখা গিয়েছে। এবার তিনি ‘নাটু নাটু’-র ছন্দে কোমর দোলালেন।
advertisement
1/5

সদ্যই অস্কার জিতে এসেছে ‘আরআরআর’। এই জয়ের রেশ না কাটতেই রাম চরণের ভক্তদের জন্য সুখবর! এবার কি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জীবনীচিত্রে তাঁর জুতোয় পা গলাতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টারকে? খেলোয়াড়দের বায়োপিক চিরকালই ইন্ডাস্ট্রিতে মাতামাতি লক্ষ করা গিয়েছে।
advertisement
2/5
কিছু দিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে জল্পনার শেষ ছিল না। যদিও এখনও সঠিক উত্তর মেলেনি। কে অভিনয় করবেন তাঁর বায়োপিকে, এই প্রশ্নে জর্জরিত হয়েছিলেন দাদা। রণবীর কাপুর ছাড়াও আয়ুষ্মান খুরানার নাম উঠেছে।
advertisement
3/5
এরই মধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, কোন ধরনের চরিত্রে তিনি অভিনয় করতে চান? একটু ভেবেই তিনি বলেন, ‘‘খেলা নিয়ে কোনও ছবি করতে চাই। অনেকদিনের ইচ্ছে।’’
advertisement
4/5
এর পরই তাঁকে বিরাটের বায়োপিক নিয়ে প্রশ্ন করা হয়। তিনি জানান, ‘‘দারুণ! তিনি একজন অনুপ্রেরণামূলক চরিত্রের মানুষ। আমি মনে করি সুযোগ দেওয়া হলে এটি দুর্দান্ত হবে। কারণ আমাদের অনেকটা একই রকম দেখতে।’’
advertisement
5/5
প্রসঙ্গত, সম্প্রতি ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় নাচ করতে দেখা গেল বিরাটকে। এর আগেও তাঁকে একাধিকবার মাঠে নাচতে দেখা গিয়েছে। এবার তিনি ‘আরআরআর’ সিনেমার অস্কারজয়ী গান ‘নাটু নাটু’-র ছন্দে কোমর দোলালেন।