পুজো শেষে কেনিয়ার জঙ্গলে রাজ-শুভশ্রীর প্রেম, ভাইরাল ছবি !
Last Updated:
পুজো শেষ ৷ ঠাকুর দেখা, সিঁদুর খেলা, ছবম রিলিজের মধ্যে দিয়ে খুবই ব্যস্ততায় দিন কেটেছে শুভশ্রী-রাজের ৷
advertisement
1/5

পুজো শেষ ৷ ঠাকুর দেখা, সিঁদুর খেলা, ছবম রিলিজের মধ্যে দিয়ে খুবই ব্যস্ততায় দিন কেটেছে শুভশ্রী-রাজের ৷
advertisement
2/5
এবার সব ব্যস্ততাকে দূরে রেখে, শুধু দু’জনের সময় কাটানো ৷ এ সুযোগ তো সেলিব্রিটিদের সঙ্গে খুব একটা ঘটে না ৷
advertisement
3/5
তবে এবার সেই সুযোগটা করেই নিলেন রাজ ও শুভশ্রী ৷ উড়ে গেলেন কেনিয়ায় ৷ মাসাইমারার জঙ্গলে জমিয়ে চলল সাফারি !
advertisement
4/5
রাজও ভালোবাসেন ঘুরতে, শুভশ্রীও তাই ৷ আর তাই তো দু’জনে মিলে এবার জঙ্গলে সময় কাটালেন নিজের মতো করে ৷
advertisement
5/5
রাজ-শুভশ্রীর সেই সাফারি সফরের ছবি এখন ইনস্টাগ্রামে রীতিমতো সবার নজর কেড়েছে ৷