Shah Rukh Khan: 'শাহরুখ ও যৌনতাই শুধু বিক্রি হয় ভারতে', মুখোশ খুলেই এ কী বললেন রাজ, তোলপাড় দেশ
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan: মাস্ক খুলতেই বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন রাজ কুন্দ্রা৷ যা ভাইরাল হতেই তোলপাড় দেশ৷
advertisement
1/7

বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷ প্রায় ২ বছর আগে পর্নকান্ডে নাম জড়ায় রাজের৷ অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে জেলবন্দি হন শিল্পার স্বামী৷ ৬৩ দিন আর্থার জেলে বন্দি ছিলেন তিনি৷
advertisement
2/7
জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই সর্বদাই নিজের মুখ ঢেকে রাখেন রাজ কুন্দ্রা৷ তারপর থেকেই মাস্কম্যান নামেই তিনি সকলের কাছে পরিচিত হয়ে উঠেছেন৷ তবে অবশেষে মাস্ক খুলে প্রকাশ্যে এলেন রাজ কুন্দ্রা৷
advertisement
3/7
ডেবিউ ছবি 'ইউটি৬৯'-এর ট্রেলার লঞ্চ উপলক্ষ্যে মাস্ক খুলেছিলেন রাজ৷ এদিন মাস্ক তো খুললেন ঠিকই, বরং মাস্ক খুলতেই বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন রাজ কুন্দ্রা৷ যা ভাইরাল হতেই তোলপাড় দেশ৷
advertisement
4/7
ভারতে কোন জিনিসের চাহিদা বেশি সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই রাজ বলেন, 'ভারতে শুধু দুটো জিনিসই বিক্রি হয়, একটা সেক্স অন্যটা হল শাহরুখ খান৷' এই মন্তব্যটি নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
5/7
২০০৪ সালে 'জুলি' সিনেমা প্রচারের সময় নেহা ধুপিয়া এই বিতর্কিত মন্তব্যটি করেছিলেন৷ তারই যেন পুনরাবৃত্তি করলেন৷ ট্রেলার লঞ্চ থেকে রাজ কুন্দ্রা এই মন্তব্য করে চরম ট্রোলড হয়েছেন৷
advertisement
6/7
রাজের মুখে এমন মন্তব্য মোটেই ভাল চোখে দেখেননি নেটিজেনরা৷ একজন লিখেছেন- কি সব বাজে কথা বলছে৷ ভাই তুমি মাস্কেই সুন্দর, আবার সেটা পরে নাও৷ অন্য একজন নেটিজেন আবার নিম্নশ্রেণীর স্ট্যান্ড আপ কমেডিয়ান বলে তুলোধনা করে৷
advertisement
7/7
'ইউটি৬৯'-ছবিটি রাজের জীবনের উপর আধারিত একটি বায়োপিক৷ মুম্বইয়ের আর্থার রোড জেলে ৬৩ দিনের আন্ডার ট্রায়াল পিরিয়ডের সমস্ত অভিজ্ঞতাকে তুলে ধরবে৷ জেলে থাকাকালীন যা যা সমস্যার মুখে পড়েছিলেন তা সবকিছু তুলে ধরা হবে এই ছবিতে৷ চলতি বছরের ৩ নভেম্বর ছবিটি মুক্তি পাবে৷