Shubhashree Ganguly: লাল টুকটুকে ঠোঁট, খোলা চুলে পার্টিতে মত্ত শুভশ্রী! বেবি বাম্প আগলে হবু মায়ের ছবি
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shubhashree Ganguly: পুজো চলে গেলেও কাটেনি উৎসবের রেশ। বুধবার রাতে পার্টিতে মজে ছিলেন রাজ-শুভশ্রী। কাছের মানুষদের নিয়ে সময় কাটালেন তাঁরা।
advertisement
1/5

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তিন থেকে চার হবেন তাঁরা। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুজোয় চুটিয়ে আনন্দ করেছেন তারকা দম্পতি।
advertisement
2/5
পুজো চলে গেলেও কাটেনি উৎসবের রেশ। বুধবার রাতে পার্টিতে মজে ছিলেন রাজ-শুভশ্রী। কাছের মানুষদের নিয়ে সময় কাটালেন তাঁরা।
advertisement
3/5
লাল রঙের হাঁটু ঝুলের একটি পোশাক বেছে নিয়েছিলেন শুভশ্রী। খোলা চুল, হালকা গয়না, পায়ে সাদা স্নিকার। অল্প সাজেই সুন্দরী শুভশ্রী। তাঁর ঠোঁটের লাল লিপস্টিক যদিও বিশেষ ভাবে নজর কেড়েছে।
advertisement
4/5
অন্তঃসত্ত্বা হয়েও কাজ থেকে ছুটি নেননি শুভশ্রী। শুধু তা-ই নয়, জোর কদমে চলেছে শরীরচর্চাও।
advertisement
5/5
ব্যস্ততার মাঝেও নিজের জন্য অবসর খুঁজে নিয়েছেন শুভশ্রী। দিন গুনছেন নতুন অতিথির অপেক্ষায়।