Rachna Banerjee: সাদা-গোলাপি শাড়িতে দিদি নম্বর ওয়ান রচনা ! ছোটবেলার বন্ধুদের নিয়ে মাতলেন পুজোয়
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Rachna Banerjee: রচনার সঙ্গে অভিষেক চট্টোপাধ্যায়, লাবনী সরকারকেও দেখা গিয়েছে।
advertisement
1/5

আজ মহা নবমী। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো! সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই এই সময় মেতে ওঠেন দুর্গাপুজোয়। পুজোয় মাতলেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ও। photo source Instagram
advertisement
2/5
ছোট বেলার বন্ধুদের সঙ্গে পুজোতে মাতলেন তিনি। photo source Instagram
advertisement
3/5
লাল, নীল পাড় ও হালকা সাদা শড়িতে রচনার সাজ জয় করেছে মানুষের মন। photo source Instagram
advertisement
4/5
রচনা লিখেছেন আমার ছোটবেলার বন্ধু ও আমার টলিউডের পরিবারের সঙ্গে পুজো কাটানোর অনুভূতি সব সময় সেরা। photo source Instagram
advertisement
5/5
রচনার সঙ্গে অভিষেক চট্টোপাধ্যায়, লাবনী সরকারকেও দেখা গিয়েছে। photo source Instagram