TRENDING:

Prosenjit Chatterjee Bodyguard Ram Singh: প্রায় ২৪টা ঘণ্টাই কাটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে! বুম্বাদার ছায়াসঙ্গী রাম সিং-কে চিনুন

Last Updated:
Prosenjit Chatterjee Bodyguard Ram Singh: তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পার্সোনাল বডিগার্ড৷ ১৫ বছর রয়েছেন বুম্বাদার সঙ্গে৷ বাড়ি বাটানগরে৷ তবে বেশির ভাগ সময় কাটে প্রসেনজিৎ-এর বাড়ি উৎসব-এ৷
advertisement
1/14
প্রায় ২৪টা ঘণ্টাই কাটে প্রসেনজিৎ-এর সঙ্গে!বুম্বাদার ছায়াসঙ্গী রাম সিং-কে চিনুন
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তিনি স্যারজি বলে সম্বোধন করেন৷ বাংলার সুপারস্টারের ছায়াসঙ্গী তিনি৷ সবসময় হাজির স্যারের সঙ্গে৷ দিন-রাত-দেশে, দেশের বাইরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেখানে যাবে সেখানে তাঁর সঙ্গে থাকেন রাম সিং৷ বুম্বাদার ছায়াসঙ্গী বলা যেতে পারে তাঁকে৷
advertisement
2/14
নাম রাম সিং৷ উচ্চতা ৬ফুট ২ ইঞ্চি, ওজন ১১৫ কেজি! সারাক্ষণ কালো স্যুট-প্যান্ট পরে রাম সিং টলিউড তারকাদের কাছে বেশ পরিচিত৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বডিগার্ড তিনি৷ দীর্ঘ ১৫ বছর রয়েছে তাঁরই সঙ্গে৷ শুরুতে ২বছর তিনি দেবের বডিগার্ড ছিলেন৷ তবে তারপর বুম্বাদার সঙ্গে কাজ শুরু যা এখনও চলছে৷
advertisement
3/14
কীভাবে শুরু হয় রামের যাত্রা? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে আসার আগে থেকেই তিনি বাউন্সারের কাজ করতেন৷ উত্তর প্রদেশের অযোধ্যায় বাসিন্দা রাম সিং, ১২ বছর বয়সে, কলকাতায় আসেন বাবা হাত ধরে৷ পড়াশুনা করতে করতেই কাজ শুরু করেন৷ স্বাস্থ্য ভাল থাকার ফলে অনেকে উপদেশ দেন বাউন্সারের কাজের জন্য৷
advertisement
4/14
প্রথমে একবার বলা হয়েছিল শাহরুখ খানের এক ইভেন্টে যাওয়ার জন্য৷ গিয়েছিলাম, কিন্তু সেখানে শাহরুখ খান আসেননি৷ আমি আমার কাজ করে চলে আসি৷ ১৫০ টাকা পাই, সেটাই ছিল আমার প্রথম আয়৷ ফিরে এসে ১০০টাকা মায়ের হাতে তুলে দিয়েছিলাম৷ জানিয়েছেন রাম৷
advertisement
5/14
এরপর টলিউডের কিছু ইভেন্টে কাজের ফলে যোগাযোগ হয় দেবের সঙ্গে৷ আর তারপর প্রসেনজিৎ-তের সঙ্গে কাজ শুরু৷ ব্যস্ত অভিনেতার সঙ্গে কাজ ফলে তাঁর ব্যস্ততারও শেষ নেই৷ শ্যুটিং-এর জন্য কখনও কখনও বাড়ি ফেরা হয় না, জানিয়েছেন প্রসেনজিতের বডিগার্ড৷
advertisement
6/14
একসময় উত্তরপ্রদেশে কুস্তি আখড়ায় তাঁকে দেখা যেত৷ শরীর চর্চা করতেন জোর কদমে৷ তবে এখন কিছুটা সেই চর্চা কমেছে৷
advertisement
7/14
তাঁর বাড়ি বাটানগরে৷ বাড়িতে রয়েছে স্ত্রী, ছেলে, বাবা-মা৷ তবে পরিবারের সঙ্গে সময় কাটানো কমই হয়৷ কারণ অভিনেতার সঙ্গেই প্রায় ঘুরতে হয় এদিক ওদিক৷ দিনের অনেকটা সময় কাটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি উৎসব-এ৷
advertisement
8/14
টলিউড অভিনেতাদের কাছে রাম বেশ পরিচিত৷ বিভিন্ন সময় তাঁদের সঙ্গে ছবি দেখা যায় তাঁর৷
advertisement
9/14
শুধু টলিউড নয়, বলিউড তারকাদের সঙ্গেও দেখা যায় রামকে৷
advertisement
10/14
অনেক দিন কাজের ফলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরিবারের অংশ হয়ে গিয়েছেন তিনি৷ রাম সিং-এর সঙ্গে প্রায় ছবি তুলতে দেখা যায় প্রসেনদিৎ পুত্র তৃষণজিৎকে৷
advertisement
11/14
অনেক বছর কেটে গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বডিগার্ড হিসেবে৷ প্রসেনজিতের জীবনের অনেক অজানা ঘটনার সাক্ষী তিনি৷
advertisement
12/14
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তিনি স্যার বলে সম্বোধন করেন৷ সুপারস্টারও খুবই ভালবাসেন রাম সিং-কে৷
advertisement
13/14
কিছুদিন আগে পুরী গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ জগন্নাথ মন্দিরে পুজোও দেন৷ সেখানেও তাঁর সঙ্গে ছিলেন রাম সিং৷
advertisement
14/14
নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন রাম সিং৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Prosenjit Chatterjee Bodyguard Ram Singh: প্রায় ২৪টা ঘণ্টাই কাটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে! বুম্বাদার ছায়াসঙ্গী রাম সিং-কে চিনুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল