সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা ! বধূবেশে আইবুড়ো-ভাত খেলেন প্রমিতা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
শুধু এই বেশে সাজেননি এই পোশাকেই আইবুড়ো-ভাত খাচ্ছেন তিনি। মাটির থালায় কলাপাতা পেতে মনের মতো খাবার সাজিয়ে করা হচ্ছে আইবুড়ো-ভাত। কিন্তু বউয়ের সাজে কেন?
advertisement
1/6

বিয়ের বাকি আর মাত্র কয়েকটা দিন। টলিউডের ছোট পর্দার হিট জুটি রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও প্রমিতা চক্রবর্তীর বিয়ে নিয়ে এখন সরগরম টলিপাড়া। photo source Instagram
advertisement
2/6
১৪ ফেব্রুয়ারিতেই রেজিস্ট্রি বিয়ে সারবেন এই জুটি। রিয়েল লাইফে ঘর বাঁধবেন পর্দার রাঘব ও পারুল। photo source Instagram
advertisement
3/6
তার আগে চলছে আইবুড়ো ভাত পর্ব। রুদ্রজিতকে শ্যুটিং ফ্লোরে আইবুড়ো ভাত খাইয়েছেন ইন্দ্রাণী দত্ত ও দীপঙ্কর দেরা। photo source Instagram
advertisement
4/6
এদিকে প্রমিতাই বা বাদ যান কেন? কিন্তু একি বিয়ের আগেই মাথা ভর্তি সিঁদুর, গা ভর্তি গয়না, চন্দন কেন পরলেন প্রমিতা? এই সব ছবি তিনি নিজের ইনস্টাতে শেয়ার করেছেন। photo source Instagram
advertisement
5/6
শুধু এই বেশে সাজেননি এই পোশাকেই আইবুড়ো-ভাত খাচ্ছেন তিনি। মাটির থালায় কলাপাতা পেতে মনের মতো খাবার সাজিয়ে করা হচ্ছে আইবুড়ো-ভাত। কিন্তু বউয়ের সাজে কেন? photo source Instagram
advertisement
6/6
প্রমিতা এই ছবি শেয়ার করে সে রহস্য নিজেই ভেদ করলেন। আসলে শ্যুটিং ফ্লোরে নববধূর সাজে ফটোশ্যুট করছিলেন তিনি। আর সেখানেই আইবুড়ো ভাত হল তাঁর। ছবি পোস্ট করে প্রমিতা লিখেছেন, 'বধূবেশে আইবুড়ো ভাত'। তিনি শ্যুটিং টিমকে ধন্যবাদও জানিয়েছেন। photo source Instagram