জোর টক্কর দিতেন ঐশ্বর্য-রানিদের, এমনকী মুম্বই আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধেও গর্জে উঠেছিলেন ! মাত্র ৩২ বছর বয়সেই সরে গিয়েছিলেন রুপোলি দুনিয়া থেকে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এমন সময়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন মিষ্টি এক মেয়ে, যিনি প্রথম সারির নায়িকাদের রীতিমতো জোর টক্কর দিতে শুরু করেন। তিনি শুধু শাহরুখ খানের নায়িকাই হননি, সেই সঙ্গে পাল্লা দিয়ে সানি দেওলের সঙ্গেও কাজ করতে থাকেন। সাহসিকতার দিক থেকেও সেরা তিনি। কারণ অন্ধকার দুনিয়াকেও ডরাতেন না, আর মুখের উপর কথা বলতেও পিছপা হতেন না।
advertisement
1/6

২০০০ সালের গোড়ার দিকে ইন্ডাস্ট্রিতে পদার্পণ করে ফেলেছিলেন ঐশ্বর্য রাই, রানি মুখোপাধ্যায় এবং করিনা কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রী। সেই সময় বলিউডে নিজেদের জমি পাকা করে ফেলেছিলেন ঐশ্বর্য এবং রানি। কিন্তু এমন সময়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন মিষ্টি এক মেয়ে, যিনি প্রথম সারির নায়িকাদের রীতিমতো জোর টক্কর দিতে শুরু করেন। তিনি শুধু শাহরুখ খানের নায়িকাই হননি, সেই সঙ্গে পাল্লা দিয়ে সানি দেওলের সঙ্গেও কাজ করতে থাকেন। সাহসিকতার দিক থেকেও সেরা তিনি। কারণ অন্ধকার দুনিয়াকেও ডরাতেন না, আর মুখের উপর কথা বলতেও পিছপা হতেন না। কিন্তু কোন অভিনেত্রীর কথা এখানে বলা হচ্ছে। এহেন সাহসী নায়িকা মাত্র ৩২ বছর বয়সেই ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়েছিলেন। এখানে কথা হচ্ছে, দুষ্টু-মিষ্টি অভিনেত্রী প্রীতি জিন্টার। যাঁর মিষ্টি হাসি দর্শকদের এখনও মুগ্ধ করে। (Photo: Instagram)
advertisement
2/6
৬০০ কোটি টাকার খাজানা নিতে অস্বীকার: অভিনেত্রী প্রীতি জিন্টা শুধুই একজন নির্ভীক অভিনেত্রীই নন, তিনি নির্লোভও বটে! আসলে কমল আমরোহির পুত্র পরিচালক শানদার আমরোহি প্রীতিকে নিজের মেয়ের মতোই ভালবাসতেন। ২০১১ সাল নাগাদ শানদার আমরোহি ঘোষণা করেন যে, তাঁর মৃত্যুর পর তাঁর ৬০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী হবেন প্রীতি জিন্টাই। কিন্তু তাঁর এহেন সিদ্ধান্তে রীতিমতো চমকে গিয়েছিলেন ভক্তরাও। (Instagram/ Leepakshi Ellawadi)
advertisement
3/6
একবার হিন্দুস্তান টাইমস-এর সঙ্গে আলাপচারিতায় এ নিয়ে কথা বলেছিলেন আমরোহি। তিনি বলেছিলেন যে, “প্রথম বারের জন্য ম্যারিয়ট হোটেলে প্রীতির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। সেই সময় অভিনেত্রী নিজের তৎকালীন প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে ছিলেন। আমি ওঁকে নিজের কন্যা বলে মেনেছি। তাই ওঁকে অনেক উপহারও পাঠিয়েছি। আসলে আমার ভাইবোনেদের সঙ্গে ঝামেলার সময় প্রীতি এসে আমার পাশে দাঁড়িয়েছিলেন।” (Photo: Instagram)
advertisement
4/6
সম্পত্তি নিতে অনীহা: ই-টাইমস-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রীতি সাফ জানিয়েছিলেন যে, আমরোহির ৬০০ কোটি টাকার সম্পত্তিতে তাঁর কোনও আগ্রহ নেই। অভিনেত্রী বলেছিলেন যে, “আমি শানদার আমরোহির সম্পত্তি গ্রহণ করব না।” তবে আমরোহির মৃত্যুর পর তাঁর পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন প্রীতি। তিনি জানিয়েছিলেন যে, আমরোহির চিকিৎসার জন্য ২ কোটি টাকা লোন দেওয়া হয়েছিল। সেটা ফেরত দেওয়া উচিত। (Photo: Instagram)
advertisement
5/6
অন্ধকার দুনিয়ার বিরুদ্ধে সরব: ২০০১ সালে ‘চোরি চোরি চুপকে চুপকে’ মুক্তি পেয়েছিল। সেই ছবিতে টাকা লাগিয়েছিলেন গ্যাংস্টার ছোটা শাকিল। বিষয়টি প্রকাশ্যে এলে একাধিক তারকাই হুমকি পেতে থাকেন। শাহরুখ এবং সলমন খানের মতো সুপারস্টারও আদালতে সাক্ষ্য দান করতে চাননি। কিন্তু সাক্ষ্য দান করতে আদালতে পৌঁছে গিয়েছিলেন প্রীতি। তিনি অভিযোগ করেছিলেন যে, ৫০ লক্ষ টাকা দাবি করে তাঁর কাছে ফোন এসেছিল। পরে অবশ্য তাঁকে গডফ্রে ফিলিপস ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড-এ ভূষিত করা হয়েছিল। (Photo: Instagram)
advertisement
6/6
প্রীতি জিন্টার সফর: ১৯৭৫ সালে ৩১ জানুয়ারি হিমাচল প্রদেশে জন্ম প্রীতির। তাঁর বাবা দুর্গানন্দ ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনীর অফিসার। ইংরাজি অনার্স এবং ক্রিমিনাল সাইকোলজিতে স্নাতকোত্তর করার পরে মডেলিংয়ের দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। শাহরুখ খানের বিপরীতে ‘দিল সে’ ছবির হাত ধরে পা রাখেন রুপোলি দুনিয়ায়। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর হিট দিতে থাকেন। ২০০৭ সালের পর ছবি করার পরিমাণ কমিয়ে দিয়েছিলেন। চলতি বছর ‘লাহোর ১৯৪৭’ ছবির হাত ধরে কামব্যাক করতে চলেছেন তিনি। (Photo: Instagram)