তোমায় ভুলিনি প্রত্যুষা ! মৃত্যুর ৩ বছর পরে ফিরে এলেন জনপ্রিয় অভিনেত্রী
Last Updated:
advertisement
1/5

দেখতে দেখতে তিন বছর পার ৷ হঠাৎ গোটা বিশ্বকে হতবাক করে চলে গিয়েছিলেন টেলি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় ৷ বেছে নিয়ে ছিলেন, আত্ম হননের পথ ৷ ঝড় উঠেছিল গোটা বিনোদন জগতে ৷ বিতর্কও উঠেছিল ৷ কেরিয়ারের মধ্যগগণে থেকে কেন হঠাৎ আত্মহত্যার পথ বেছে নিলেন প্রত্যুষা? রহস্য দানা বেঁধেছিল ৷
advertisement
2/5
তবে সে সব এক ইতিহাসের পাতায় ৷ বন্ধু, সহকর্মীদের স্মৃতিতে আজও প্রত্যুষা সমান উজ্জ্বল ৷ তাই তো প্রত্যুষার মৃত্যুর ৩ বছর পরেও, বন্ধুরা মনে করলেন তাঁকে ৷
advertisement
3/5
কাম্য পঞ্জাবি থেকে বিকাশ গুপ্তা ৷ ইনস্টাগ্রামে শেয়ার করলেন প্রত্যুষার ছবি ৷ লিখলেন, আবেগ ভরা মেসেজ ৷ কাম্য লিখলেন, ‘আমি জানি তুমি নেই ৷ কিন্তু এখনও বিশ্বাস করতে পারি না ৷ তুমি আমার একমাত্র বন্ধু ছিলে ও থাকবে !’
advertisement
4/5
প্রত্যুষার সঙ্গে ছবি শেয়ার করে বিকাশ জানালেন শ্রদ্ধা ৷ ইনস্টাগ্রাম জুড়ে প্রত্যুষার অনুরাগীরাও অভিনেত্রীকে জানালেন শ্রদ্ধা ৷
advertisement
5/5
প্রত্যুষার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গুঞ্জনে আসে, বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের সঙ্গে বহুদিন ধরেই সম্পর্কে লিপ্ত ছিলেন প্রত্যুষা ৷ সম্পর্ক নিয়ে অনেকটাই অসুখী ছিলেন তিনি ৷ সেই কারণেই প্রত্যুষা বেছে নেন আত্মহত্যার পথ ৷