ফের পর্দা কাঁপাতে আসছে ‘বাহুবলি’, ফের উঠবে প্রশ্ন ‘কটপ্পা কেন মারল বাহুবলিকে?’
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
ফের পর্দা কাঁপাতে আসছে ‘বাহুবলি’, ফের উঠবে প্রশ্ন ‘কটপ্পা কেন মারল বাহুবলিকে?’
advertisement
1/4

২০১৫ সালে গোটা দেশকে যে ছবি নাড়িয়ে দিয়েছিল, তা হল দক্ষিণ ছবি বাহুবলি ৷ এস এস রাজামৌলির এই ছবি দেখে, গোটা দেশের দর্শক একেবারে হাঁ হয়ে গিয়েছিল ৷ যেমন গল্প, তেমন স্টান্ট ৷ তার ওপর অসাধারণ গ্রাফিক্স মুগ্ধ করেছিল দর্শকদের৷
advertisement
2/4
গল্পের প্যাঁচ ও বাহুবলি রূপে নায়র প্রভাসকে দেখে ঘুম উড়েছিল অনেকের ৷ আর তখন তো গোটা দেশজুড়ে একটা প্রশ্নের উত্তর খোঁজার পালা শুরু ৷ কটপ্পা কেন মারল বাহুবলিকে?
advertisement
3/4
এই উত্তর পাওয়ার জন্য প্রায় ২ বছর অপেক্ষা করতে হয়েছিল দর্শকদের ৷ শেষমেশ মুক্তি পেয়েছিল বাহুবলি ২ ৷ সেই ছবিই পেয়েছিল রেকর্ড সাফল্য ৷ সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবারের দীপাবলিতে ফের পর্দা কাঁপাতে আসছে বাহুবলি !
advertisement
4/4
হ্যাঁ, ১৩ নভেম্বর সিনেমাহলে মুক্তি পেতে চলেছে বাহুবলি ৷ আর এবার বাহুবলি ১ এবং ২ একসঙ্গেই দেখতে পাবেন দর্শক ৷