Pori Moni: '২৪ ঘণ্টার মধ্যেই ডিভোর্স চাই'! লাইভে এসে রাজের উপর ক্ষোভ উগরে যা বললেন পরীমণি, তোলপাড় নেটদুনিয়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Pori Moni: পরীমণি এদিনের অনুষ্ঠানে স্পষ্ট করে জানিয়ে দেন,আমি রাজের বউ নই৷ এই সম্পর্ক আমি আর টেনে নিয়ে যেতে চাই না৷ রাজ যেন যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স দেন৷
advertisement
1/5

সময়টা মোটেই ভাল যাচ্ছে না পরীমণির৷ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে জোরদার চর্চা চলছে ওপার বাংলায়৷ ২৯ মে থেকেই চর্চা তুঙ্গে৷ তা যেন থামবার নয়৷
advertisement
2/5
দিনকয়েক আগেই স্বামী শরিফুল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের গোপন ভিডিও ক্লিপ ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ এই ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা -বিতর্ক৷ তবে কে এই ভিডিও ফাঁস করেছে তা এখনও জানা যায়নি৷
advertisement
3/5
গত সোমবার রাতেই 'মেরিল ক্যাফে লাইভ'-এ হাজির হয়েছিলেন বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরীমণি৷ লাইভ অনুষ্ঠানের মধ্যেই রাজকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী৷ তিনি জানান, সংসার টিকিয়ে রাখার অনেক চেষ্টাই করেছেন তিনি৷ তবে তা আর সম্ভব নয়৷
advertisement
4/5
বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যম 'প্রথম আলো' কে দেওয়া সাক্ষাৎকারেও রাজকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পরী৷ আরও জানা গেছে, লাইভ শো-তে রাজকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কেঁদেও ফেলেন নায়িকা৷ এক ঘন্টার অনুষ্ঠানে একাধিকবার কাঁদতে দেখা গেছে পরীমণিকে৷
advertisement
5/5
পরীমণি এদিনের অনুষ্ঠানে স্পষ্ট করে জানিয়ে দেন,আমি রাজের বউ নই৷ এই সম্পর্ক আমি আর টেনে নিয়ে যেতে চাই না৷ রাজ যেন যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স দেন৷ এই সম্পর্কের সমাপ্তি চেয়ে রাজকে তুলোধনা করেন পরীমণি৷