TRENDING:

Pori moni : প্রিয়জনের থেকে পেলেন লাখ টাকার উপহার! পরীমণির সেই বিশেষ বন্ধুটি কে?

Last Updated:
Pori moni : জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় পরীমণিকে নিয়ে আলোচনার শেষ নেই।
advertisement
1/7
প্রিয়জনের থেকে পেলেন লাখ টাকার উপহার! পরীমণির সেই 'বিশেষ বন্ধুটি' কে?
ঢাকা : মাদক মামলায় জেল থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের মডেল অভিনেত্রী পরীমণি। প্রায় ২২ দিন তিনি ছিলেন জেল হেফাজতে। তবে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। এবার এই সামাজিক মাধ্যম থেকেই জানা গেল প্রায় ১ লাখ টাকা দামের উপহার পেয়েছেন তিনি ভালোবাসার মানুষের কাছে। আর তারপরই ফের চর্চায় তিনি। পরীমণি কারারুদ্ধ হওয়ার পরেই তাঁর মুক্তির দাবিতে সরব হয়েছিল সেদেশের সাধারণ মানুষ থেকে তারকারা। সোচ্চার হয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন। যে বিশিষ্ট জনের তার পাশে দাঁড়িয়েছিলেন তার মধ্যে অন্যতম বাংলাদেশের আরেক অভিনেত্রী রাজ রিপা। পরীমণির মুক্তি চেয়ে রিপা অংশ নিয়েছিলেন ঢাকার শাহবাগের মানববন্ধনে। জামিন পেয়ে পরীমণি বাড়ি ফিরলে দেখাও করতে যান রিপা। তখনই নিজের সোনার নুপুর খুলে রিপা-কে উপহার দিয়েছিলেন পরীমণি। সে ছবি রিপা শেয়ার করেছিল নিজের সোশ্যাল মিডিয়ায়। এবার রিপা দিলেন উপহার পরীকে। দিলেন আইফোন ১২ প্রো। ভারতে যার বাজারমূল্য শুরু ১ লাখ ১০ হাজার টাকা থেকে। পরীমণিকে ‘আপা’ বা বড়বোন বলেই ডাকেন রিপা। পরীমনিও তাকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করে। ইন্ডাস্ট্রির সিনিয়ারের কাছ থেকে সোনার নুপুর উপহার পেয়ে সেই সময় তিনি ফেসুবকে লিখেছিলেন, ‘‘এভাবে ‘ছোট বোন’ বলে ডাকলা পরীমনি আপি। তাহলে আমার বড় বোন ডাকাটা ব্যর্থ হয়নি। আমার কিছু ভুল ধারণা পরিবর্তন হয়েছে তোমাকে খুব কাছে থেকে দেখার পর। শ্রদ্ধা-ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে গেল। ভালোবাসি আপু।’’ এদিকে সব বিতর্ক ভুলে কাজে ফিরলেন পরী। শনিবার তরুণ পরিচালক ইফতেখার শুভর ‘মুখোশ’ ছবির ডাবিংয়ে দেখা গেল পরীমণিকে। পরীমণি জানান, ‘ কাজে ফেরার জন্য মুখিয়ে ছিলাম আমি। কবে ক্যামেরার সামনে ফিরব মাথায় কেবল এই চিন্তাই ছিল। অবশেষে ডাবিং দিয়ে কাজে ফেরা হল। দারুণ ভালো লাগছে।’ পরীমণি আরও বলেন, ‘এই সিনেমার জন্য দেশের মানুষ আমাকে পরীমণি হিসেবে চিনেছেন। তাদের ভালোবাসায় আজকের ফের কাজে ফিরতে পেরেছি আমি। বিপদে ও সুখে সবসময় তাদের পাশে পেয়েছি আমি। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। ভালোবাসার প্রতিদান আমি চলচ্চিত্রের মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাই আমার শক্তি, সাহস ও প্রেরণার উৎস, তাদের কারণেই আমাকে এগিয়ে যেতে হবে। কাজ দিয়ে সব বিতর্ককে দূরে সরিয়ে রাখব।’ এমনটাই ভাবছেন বাংলাদেশের এই মুহূর্তের সবথেকে চর্চিত এই নায়িকা।
advertisement
2/7
পরীমণি কারারুদ্ধ হওয়ার পরেই তাঁর মুক্তির দাবিতে সরব হয়েছিল সেদেশের সাধারণ মানুষ থেকে তারকারা। সোচ্চার হয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন। যে বিশিষ্ট জনের তার পাশে দাঁড়িয়েছিলেন তার মধ্যে অন্যতম বাংলাদেশের আরেক অভিনেত্রী রাজ রিপা। পরীমণির মুক্তি চেয়ে রিপা অংশ নিয়েছিলেন ঢাকার শাহবাগের মানববন্ধনে।
advertisement
3/7
জামিন পেয়ে পরীমণি বাড়ি ফিরলে দেখাও করতে যান রিপা। তখনই নিজের সোনার নুপুর খুলে রিপা-কে উপহার দিয়েছিলেন পরীমণি। সে ছবি রিপা শেয়ার করেছিল নিজের সোশ্যাল মিডিয়ায়। এবার রিপা দিলেন উপহার পরীকে। দিলেন আইফোন ১২ প্রো। ভারতে যার বাজারমূল্য শুরু ১ লাখ ১০ হাজার টাকা থেকে।
advertisement
4/7
পরীমণিকে ‘আপা’ বা বড়বোন বলেই ডাকেন রিপা। পরীমনিও তাকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করে। ইন্ডাস্ট্রির সিনিয়ারের কাছ থেকে সোনার নুপুর উপহার পেয়ে সেই সময় তিনি ফেসুবকে লিখেছিলেন, ‘‘এভাবে ‘ছোট বোন’ বলে ডাকলা পরীমনি আপি। তাহলে আমার বড় বোন ডাকাটা ব্যর্থ হয়নি। আমার কিছু ভুল ধারণা পরিবর্তন হয়েছে তোমাকে খুব কাছে থেকে দেখার পর। শ্রদ্ধা-ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে গেল। ভালোবাসি আপু।’’
advertisement
5/7
এদিকে সব বিতর্ক ভুলে কাজে ফিরলেন পরী। শনিবার তরুণ পরিচালক ইফতেখার শুভর ‘মুখোশ’ ছবির ডাবিংয়ে দেখা গেল পরীমণিকে। পরীমণি জানান, ‘ কাজে ফেরার জন্য মুখিয়ে ছিলাম আমি। কবে ক্যামেরার সামনে ফিরব মাথায় কেবল এই চিন্তাই ছিল। অবশেষে ডাবিং দিয়ে কাজে ফেরা হল। দারুণ ভালো লাগছে।’
advertisement
6/7
পরীমণি আরও বলেন, ‘এই সিনেমার জন্য দেশের মানুষ আমাকে পরীমণি হিসেবে চিনেছেন। তাদের ভালোবাসায় আজকের ফের কাজে ফিরতে পেরেছি আমি। বিপদে ও সুখে সবসময় তাদের পাশে পেয়েছি আমি। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ।"
advertisement
7/7
"ভালোবাসার প্রতিদান আমি চলচ্চিত্রের মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাই আমার শক্তি, সাহস ও প্রেরণার উৎস, তাদের কারণেই আমাকে এগিয়ে যেতে হবে। কাজ দিয়ে সব বিতর্ককে দূরে সরিয়ে রাখব।’ এমনটাই ভাবছেন বাংলাদেশের এই মুহূর্তের সবথেকে চর্চিত এই নায়িকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Pori moni : প্রিয়জনের থেকে পেলেন লাখ টাকার উপহার! পরীমণির সেই বিশেষ বন্ধুটি কে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল