Poonam Jhawer: মোহরা ছবির গানে সারল্যমাখা সৌন্দর্যে মন জিতেছিলেন সুনীল শেঠির নায়িকা! এখন কেমন রয়েছেন তিনি?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Poonam Jhawer glamourous looks: সুপারহিট ‘মোহরা’ ছবির এই গান বেশ হিট হয়েছিল। এই গানে সুনীল শেঠির সঙ্গে দেখা গিয়েছিল পুনম ঝাওয়ারকে। অভিনেত্রীকে খুবই ছোট ভূমিকায় দেখা গেলেও এটা তাঁর কেরিয়ারের মাইলফলক হিসেবে প্রমাণিত হয়েছিল।
advertisement
1/5

নব্বইয়ের দশকের বলিউডি ছবিগুলো হিট হোক না-হোক, বেশির ভাগ ক্ষেত্রেই গানগুলি কিন্তু সুপারহিট হত। ভক্তদের মুখে মুখে ফিরত সেই সব হিট গানের কলি। আর আশ্চর্যের বিষয় হল, সেই সব গান কিন্তু পরবর্তী প্রজন্মের কাছেও একই রকম ভাবে চিরসবুজ হয়ে রয়েছে। তেমনই এক গান হল ‘না কজরে কি ধার, না মোতিয়োঁ কে হার’। সেই সময়ে সুপারহিট ‘মোহরা’ ছবির এই গান বেশ হিট হয়েছিল। এই গানে সুনীল শেঠির সঙ্গে দেখা গিয়েছিল পুনম ঝাওয়ারকে। অভিনেত্রীকে খুবই ছোট ভূমিকায় দেখা গেলেও এটা তাঁর কেরিয়ারের মাইলফলক হিসেবে প্রমাণিত হয়েছিল।
advertisement
2/5
গোলাপি শিফন শাড়িতে পুনমের নিষ্পাপ সারল্যে ভরা সৌন্দর্য মন জয় করেছিল ভক্তদের। আর এই গানটি প্রেমের গান হিসেবে খ্যাতি লাভ করে। ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল ‘মোহরা’ ছবিটি। এতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং রবিনা টন্ডন। ছবিটি বক্স অফিসে দারুন সাফল্য অর্জন করেছিল। আর ‘মোহরা’ ছবির প্রতিটি গানই পছন্দ করেছেন দর্শকরা।
advertisement
3/5
তবে তাবড় অভিনেত্রীদের পাশাপাশি আলাদা ভাবেই নজর কেড়েছিলেন পুনম। ছবি মুক্তি পাওয়ার পরে অনেকেই তাঁর পরিচয় জানতে চেয়েছিলেন। আসলে সকলেই পছন্দ করেছিলেন তাঁকে। তবে বলিউডি কেরিয়ারে তেমন একটা সাফল্যের মুখ দেখেননি তিনি। কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। আসলে তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকেছিলেন। সেখানে কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
4/5
এর পর প্রযোজনার জগতেও হাত পাকানোর চেষ্টা করেন তিনি। তাঁকে পরবর্তীতে অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড’ ছবিতে সাধ্বীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
5/5
তবে অভিনেত্রী কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়ই। প্রায়শই ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো সোশ্যাল সাইটে নিজের ভিডিও এবং ছবি শেয়ার করেন। এমনকী না কজরে কি ধার গানের ভিডিও-ও শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। আর পুনমের ছবি এবং ভিডিও দেখলেই বোঝা যায় যে, তিনি বেশ গ্ল্যামারাস হয়ে উঠেছেন। শোনা যায়, ইদানীং তিনি মরাঠি ছবির সঙ্গে যুক্ত। এর পাশাপাশি নানা ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যকলাপও করে থাকেন তিনি।