Pooja Hegde : পায়ের দিকে কাটা চাপা পোশাক! হট লুকে উত্তাপ চড়িয়েছেন পূজা হেগড়ে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Pooja Hegde : একটি ইভেন্ট কমলা রঙের এই স্লিট দেওয়া ড্রেস পরে উত্তাপ বাড়ালেন অভিনেত্রী পূজা হেগড়ে।
advertisement
1/10

রাধে শ্যাম ছবির প্রচার নিয়ে ব্যস্ত। একটি ইভেন্ট কমলা রঙের এই স্লিট দেওয়া ড্রেস পরে উত্তাপ বাড়ালেন অভিনেত্রী পূজা হেগড়ে।
advertisement
2/10
প্লাঞ্জড নেকলাইনে স্পষ্ট ক্লিভলাইন। ফুলহাতা এই পোশাকে পারদ চড়িয়েছেন পূজা।
advertisement
3/10
সাদা কো অর্ড সেটে পূজা। জুতোর রঙও সাদা। সৌন্দর্যের মাত্রা বেড়ে গিয়েছে অভিনেত্রীর।
advertisement
4/10
বলিউডের নতুন ফ্যাশনিস্তাদের মধ্যে পূজা হেগড়ে অন্যতম।
advertisement
5/10
সবুজ রঙের কো অর্ড সেটে টোনড পদযুগল স্পষ্ট। তাপমাত্রা বেড়েছে অনেকটা।
advertisement
6/10
পোশাকের সঙ্গে কানে বড় দুল ও মানানসই সাজ পূজার।
advertisement
7/10
টাসেল দেওয়া পার্পল ড্রেসে পূজার আওয়ারগ্লাস ফিগার স্পষ্ট।
advertisement
8/10
গায়ের সঙ্গে চাপা পোশাক। এই সাজে পূজার শরীরী হিল্লোল ফুটে উঠেছে।
advertisement
9/10
সবুজ ক্যানভাসে লালের আঁকিবুকি। পূজার এই লুক বেশ ফ্যাশনেবল।
advertisement
10/10
এই পোশাকের সঙ্গে কানের দুল ও রোদচশমা নজরকাড়া।