TRENDING:

Pooja-Alia Gossip: পূজা ভাট কি আলিয়ার মা? বাবার সঙ্গে চুম্বন বিতর্কের পর ফের বিস্ফোরক মহেশ-কন্যা!

Last Updated:
Pooja-Alia Gossip: আলিয়া ভাট যখন বলি ইন্ডাস্ট্রিতে পা রাখেন,তখনই গুজবে শোনা যায়, সোনি রাজদান নয় বরং পূজা ভাট নাকি আলিয়া ভাটের মা৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন পূজা ভাট৷
advertisement
1/7
পূজা ভাট কি আলিয়ার মা? বাবার সঙ্গে চুম্বন বিতর্কের পর ফের বিস্ফোরক মহেশ-কন্যা!
বলিউড পরিচালক মহেশ ভাটের সঙ্গে কন্ট্রোভার্সি ওতপ্রোতভাবে জড়িত৷ বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না৷ ফের পুরনো এক কন্ট্রোভার্সিতে নাম জড়িয়ে মহেশ কন্যা আলিয়া ও পূজা ভাটের৷
advertisement
2/7
আলিয়া ভাট যখন বলি ইন্ডাস্ট্রিতে পা রাখেন,তখনই গুজবে শোনা যায়, সোনি রাজদান নয় বরং পূজা ভাট নাকি আলিয়া ভাটের মা৷ যা নিয়ে রীতিমতো বিভ্রান্তি ছড়িয়ে পড়ে সকলের মধ্যে৷
advertisement
3/7
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন পূজা ভাট৷ যা শুনে রীতিমতো সকলেই চমকে যান৷ তিনি বলেন, এটা প্রচন্ড বোকা বোকা বিষয়৷ এসব নিয়ে মন্তব্য করতেই ভীষণ রুচিতে বাঁধে৷
advertisement
4/7
পূজা আরও বলেন, এমন ভুল তথ্য যিনি ছড়িয়েছেন সবার প্রথমে তাকে নিয়ে আসা হোক৷ যদিও এই ধরনের গুজব আমাদের দেশে এগুলো বহু যুগ আগে থেকেই চলে আসছে৷ কারোর পরিবার নিয়ে এমন গসিপ করা অভ্যাসে পরিণত হয়েছে৷
advertisement
5/7
এর আগেও বাবা মহেশের সঙ্গে চুম্বন বিতর্কেও নাম জড়িয়েছে পূজার৷ তা নিয়ে কাটাছেড়াও কম হয়নি৷ বাবার সঙ্গে পূজার ভাইরাল ছবি নিয়ে আজও চর্চা চলে৷
advertisement
6/7
মহেশ ভাট ও সোনি রাজদানের কন্যাই হলেন আলিয়া ভাট৷ মহেশ ভাটের তিন মেয়ে ও এক ছেলে৷ সবার মধ্যে পূজা সবথেকে বড়৷ মহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণ ভাটের সন্তান পূজা ও রাহুল৷ এবং দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানের মেয়ে আলিয়া ও শাহিন৷
advertisement
7/7
আলিয়ার সঙ্গে বয়সের পার্থক্যও প্রায় ২১ বছর৷ ১৯৭২ সালে জন্ম হয় পূজার৷ মাত্র ২০ বছর পূজার মা কিরণকে বিয়ে করেন মহেশ৷ তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি৷ তারপরই সোনি রাজদানের প্রেমে পড়েন পরিচালকা৷ এবং কিরণের সঙ্গে বিচ্ছেদের পরই সোনিকে বিয়ে করেন৷ সোনি ও মহেশের দুই মেয়ে আলিয়া ও শাহিন ভাট৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Pooja-Alia Gossip: পূজা ভাট কি আলিয়ার মা? বাবার সঙ্গে চুম্বন বিতর্কের পর ফের বিস্ফোরক মহেশ-কন্যা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল