TRENDING:

Pooja Bhatt Mahesh Bhatt Lip Kiss : মহেশের কোলে বসে চুম্বন পূজার! বাবা-মেয়ের লিপলকের ভাইরাল ছবি নিয়ে বিস্ফোরক নায়িকা, কী বললেন

Last Updated:
Pooja Bhatt Mahesh Bhatt Lip Kiss : ১৯৯০ সালে এক ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হয়েছিল সেই ছবি। নিন্দার ঝড় উঠেছিল সেই সময়ে। বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে কুৎসা রটেছিল চারদিকে।
advertisement
1/10
মহেশের কোলে বসে চুম্বন পূজার! বাবা-মেয়ের লিপলকের ভাইরাল ছবি নিয়ে বিস্ফোরক নায়িকা
মহেশ ভাট এবং পূজা ভাট। বাবা-মেয়ের নাম উঠলেই অনেকের চোখে ভেসে ওঠে সেই ভাইরাল ছবি। মহেশের কোলে বসে পূজা, ঠোঁটঠাসা চুম্বন পিতা-কন্যার। ১৯৯০ সালে এক ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হয়েছিল সেই ছবি।
advertisement
2/10
নিন্দার ঝড় উঠেছিল সেই সময়ে। বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে কুৎসা রটেছিল চারদিকে। পরিচালক ও নায়িকার এমন ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছিল, এ কেমন সম্পর্ক বাবা-মেয়ের! বড় হয়ে যাওয়ার পরেও বাবাকে এভাবে চুম্বন!
advertisement
3/10
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাবার সঙ্গে লিপলক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পূজা। তাঁকে প্রশ্ন করা হয়, বাবার সঙ্গে চুমু খাওয়ার ছবি নিয়ে আফসোস আছে?
advertisement
4/10
পূজা বলেন, ‘‘না, কারণ ওই ছবিটি খুবই সহজ সরল। সমস্যাটা হল, একটা কোনও মুহূর্তকে ফ্রেমবন্দি করলে বাকি অংশটুকু না জেনে সকলে মিলে ছবিটিকে ভুল ভাবে দেখতে শুরু করে।’’
advertisement
5/10
‘‘আমার মনে আছে, শাহরুখ (খান) আমাকে একবার বলেছিল, যখন তোমার সন্তান হবে, দেখবে মাঝে মাঝেই তারা এসে বলবে, মা, বাবা, আমাকে চুমু খাও।’’
advertisement
6/10
পূজার কথায়, ‘‘আমি এখনও আমার বাবার কাছে ১০ পাউন্ডের ছোট্ট মেয়েটি। সারা জীবন সেরকমই থেকে যাব। যে ছবিটি দেখা গিয়েছিল, সেটা খুবই সরল। আমি কৈফিয়ত দিতে চাই না কাউকে। যে যা বুঝবে, বুঝুক।’’
advertisement
7/10
‘‘যারা বাবা এবং মেয়ের সম্পর্ককে অন্য চোখ দিয়ে দেখতে পারে, তারা যা খুশি করতে পারে। এরপর আমরা পরিবারের মূল্যবোধ নিয়ে কথা বলি। এ এক প্রহসনই বটে।’’
advertisement
8/10
প্রসঙ্গত, পুরনো এক সাক্ষাৎকারে মহেশকে ভাইরাল ছবি নিয়ে প্রশ্ন করাতে তিনি বলেছিলেন, ‘‘পুজা যদি আমার মেয়ে না হত, তাহলে আমি ওকেই বিয়ে করতাম।’’
advertisement
9/10
মহেশের প্রথম স্ত্রী কিরণ ভাটের কন্যা পূজা। পরবর্তীকালে সোনি রাজদানকে বিয়ে করেন মহেশ। তাঁদের দুই কন্যা আলিয়া ভাট ও শাহিন ভাট। পূজাই মহেশের বড় কন্যা।
advertisement
10/10
পূজার আর এক ভাই রয়েছে, নাম রাহুল ভাট। মহেশের মোট চার ছেলেমেয়ে। বড় মেয়ে পূজার সঙ্গে মহেশের সম্পর্ক বারবার আতসকাচের তলায় এসেছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Pooja Bhatt Mahesh Bhatt Lip Kiss : মহেশের কোলে বসে চুম্বন পূজার! বাবা-মেয়ের লিপলকের ভাইরাল ছবি নিয়ে বিস্ফোরক নায়িকা, কী বললেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল