TRENDING:

Poila Boishakh 2025 Special: নববর্ষে টিনসেল টাউনের তারকাদের হাট, গান-বাজনা, খানাপিনা আর আড্ডায় জমে উঠল ‘পয়লা বৈশাখ ভোজ’

Last Updated:
পয়লা বৈশাখের সঙ্গে তাল মিলিয়ে সাজানো হয়েছিল সমস্ত আয়োজন। ফলে এই অভিজাত হোটেলের পরিবেশও হয়ে উঠেছিল প্রাণবন্ত। অতিথিদের রসনাতৃপ্তির কথা মাথায় রেখে খাঁটি বাঙালি পদে সাজানো হয়েছিল মেনুও। তাতে স্থান পেয়েছিল বাঙালির প্রিয় সুগন্ধে ভরা বিরিয়ানিও।
advertisement
1/13
নববর্ষে টিনসেল টাউনের তারকাদের হাট, গান-বাজনা, খানাপিনা আর আড্ডায় জমে উঠল ‘পয়লা বৈশাখ ভোজ’
মহাসাড়ম্বরে উদযাপিত হল বাংলার নববর্ষ। আর নতুন বছরকে সাদরে বরণ করে নিতে আনন্দে মেতে উঠেছিলেন বাঙালিরা। তবে পয়লা বৈশাখ যেন আলাদা মাত্রা পেল শহরের এক অভিজাত হোটেলে। পয়লা বৈশাখের সন্ধ্যায় উদযাপিত হল বহু প্রতীক্ষিত ‘পয়লা বৈশাখ ভোজ’। কী ছিল না সেখানে! গান-বাজনা, খানাপিনা-আড্ডা তো ছিলই, সেই সঙ্গে এই অনুষ্ঠান জুড়ে ছড়িয়ে পড়েছিল গ্ল্যামারের ছটাও! সেখানে হাজির হয়েছিল ক্লিক ওটিটি-র সিরিজ ‘ডিটেকটিভ চারুলতা’-র টিমও। সব মিলিয়ে বসেছিল যেন তারাদের হাট! তাহলে কেমন হল সেই উদযাপন, এক ঝলকে সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
2/13
পয়লা বৈশাখের সঙ্গে তাল মিলিয়ে সাজানো হয়েছিল সমস্ত আয়োজন। ফলে এই অভিজাত হোটেলের পরিবেশও হয়ে উঠেছিল প্রাণবন্ত। অতিথিদের রসনাতৃপ্তির কথা মাথায় রেখে খাঁটি বাঙালি পদে সাজানো হয়েছিল মেনুও। তাতে স্থান পেয়েছিল বাঙালির প্রিয় সুগন্ধে ভরা বিরিয়ানিও। তবে মিষ্টির পাতে রসগোল্লা এবং মিষ্টি দই না থাকলে কিন্তু বাঙালির খানা অসম্পূর্ণই রয়ে যায়! বলা ভাল যে, বাঙালির প্রিয় খাবারের মেনু জুড়ে ছড়িয়ে পড়েছিল বাংলার সমৃদ্ধ রন্ধনের ঐতিহ্য।
advertisement
3/13
শুধু কি খাবার! গান-বাজনার আয়োজনও ছিল এলাহি। উৎসবের রাতের বিশেষ আকর্ষণ ছিল দুর্ধর্ষ লাইভ ব্যান্ড পারফরম্যান্স। ফলে অতিথিরা দারুণ সব গান উপভোগ করার অভিজ্ঞতা লাভ করেছেন। তবে পয়লা বৈশাখের সবথেকে বড় আকর্ষণ ছিল, টিনসেল টাউনের তারকাদের উপস্থিতি।
advertisement
4/13
ক্লিক ওটিটি-র ‘ডিটেকটিভ চারুলতা’-র টিম পৌঁছে গিয়েছিল শহরের এই অভিজাত হোটেলে। উপস্থিত হয়েছিলেন সিরিজের অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, মল্লিকা মজুমদার এবং অভিনেতা রানা বসু ঠাকুর (Publicist Actor)। সেই সঙ্গে ছিলেন সিরিজের পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও হাজির হয়েছিলেন ওই সিরিজের লেখক সৌমিত দেব এবং সঙ্গীত পরিচালক প্রাঞ্জল দাস। হোটেলের তরফ থেকে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান জনপ্রিয় অভিনেত্রী তথা ইনফ্লুয়েন্সার সায়ন্তনী গুহঠাকুরতা।
advertisement
5/13
এখানেই শেষ নয়, এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় টেলি-তারকা মাধুরিমা চক্রবর্তী এবং সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায়ও। তাঁদের সকলের উপস্থিতি এই উৎসবকে যেন একটা আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছিল।
advertisement
6/13
অতিথিদের পাশাপাশি পয়লা বৈশাখ ভোজ-এর স্বাদ উপভোগ করেছেন এখানে আগত তারকারাও। ফলে সব মিলিয়ে এই উদযাপন হয়ে উঠেছিল সংস্কৃতি, খানাপিনা এবং ঐতিহ্যের এক দারুণ মেলবন্ধন। আর এই উদযাপনে সপরিবার শামিল হয়েছিলেন স্বয়ং প্রোপ্রায়েটর রাজু সাহাও। এই অভিজাত হোটেলে আসার জন্য সমস্ত অতিথিকে ধন্যবাদও জানান তিনি।
advertisement
7/13
সায়ন্তনী গুহঠাকুরতা
advertisement
8/13
পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়
advertisement
9/13
অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী
advertisement
10/13
রানা বসু ঠাকুর
advertisement
11/13
ফ্যাশন ডিজাইনার এবং ইনফ্লুয়েন্সার ইন্দ্রনীল মুখোপাধ্যায়
advertisement
12/13
মাধুরিমা চক্রবর্তী
advertisement
13/13
সৌমিত দেব
বাংলা খবর/ছবি/বিনোদন/
Poila Boishakh 2025 Special: নববর্ষে টিনসেল টাউনের তারকাদের হাট, গান-বাজনা, খানাপিনা আর আড্ডায় জমে উঠল ‘পয়লা বৈশাখ ভোজ’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল