TRENDING:

রণবীর-আলিয়ার বিলাসবহুল বাড়ি 'বাস্তু'! দাম ৩৫কোটি, ঢুঁ মেরে দেখুন অন্দরমহলে

Last Updated:
Ranbir Kapoor Alia Bhatt luxurious Mumbai home : দিওয়ালি পার্টিতে আলিয়ার লুক মনে পড়ে? এই 'বাস্তু'-তেই তোলা হয়েছিল সেই ছবি
advertisement
1/12
রণবীর-আলিয়ার বিলাসবহুল বাড়ি 'বাস্তু'! দাম ৩৫কোটি, ঢুঁ মেরে দেখুন অন্দরমহলে
কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট
advertisement
2/12
ইনস্টাগ্রামে আলিয়া তাঁর এবং রণবীরের তরফ থেকে লেখেন, "আমাদের জীবনের সেরা খবর৷ আমাদের কন্যাসন্তান হয়েছে৷ আমরা খুশির জোয়ারে ভাসছি৷" নিজেদের "ব্লেসড এবং অবসেসসড পেরেন্টস" বলেছেন তিনি নিজেই
advertisement
3/12
নবাগতার দিদিমা সোনি রাজদান এবং ঠাকুমা নীতু কাপুর পৌঁছে গিয়েছেন হাসপাতালে৷ তাঁদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন বলিউডের সহকর্মীরা
advertisement
4/12
গত ১৪ এপ্রিল চারহাত এক হয় আলিয়া-রণবীরের
advertisement
5/12
গোটা কাপুর ও ভাট পরিবার একত্রিত হয়ে দারুণ অনুষ্ঠান করলেন বিয়ে উপলক্ষে 'বাস্তু'-তেই
advertisement
6/12
আলিয়া ও পরিবারের অন্যরা একাধিক ছবি শেয়ার করেছেন বিয়ে-মেহেন্দি-পার্টির
advertisement
7/12
ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি বিয়েতে পারিবারিক একটি ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। সেখানে রয়েছে নবদম্পতি ও তাঁদের চারিদিকে ঋদ্ধিমা, নীতু, ভরত সাহানি
advertisement
8/12
দিওয়ালি পার্টিতে আলিয়ার লুক মনে পড়ে? এই 'বাস্তু'-তেই তোলা হয়েছিল সেই ছবি।
advertisement
9/12
আলিয়ার শরীরচর্চার করার জায়গা এখন 'বাস্তু'।
advertisement
10/12
Magicbricks.com-এর মতে, পালি হিলে সম্পত্তির দাম ৩৭ হাজার। ৬৩ হাজার বর্গফুট। এই মুহূর্তে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন, রণবীর কাপুর এই বিলাসবহুল আবাস সাজিয়ে তুলেছেন নতুন পরিবারের জন্য়।
advertisement
11/12
প্রসঙ্গত, কাজের দিক থেকে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র চূড়ান্ত ভালো ফল করেছে
advertisement
12/12
রকি অর রানি কি প্রেম কাহানি-তে অভিনয় করছেন আলিয়া। ডার্লিংস-এর কাজ শেষ করেছেন ইতিমধ্য়েই, দারুণ সাফল্য় এসেছে তাতে
বাংলা খবর/ছবি/বিনোদন/
রণবীর-আলিয়ার বিলাসবহুল বাড়ি 'বাস্তু'! দাম ৩৫কোটি, ঢুঁ মেরে দেখুন অন্দরমহলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল