খোলা পিঠ ! কখনও শুধুই অর্ন্তবাস ! কালো পোশাকে উষ্ণতা ছড়ালেন পায়েল সরকার !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
বেশ কিছুদিন ধরেই পায়েল রয়েছেন চর্চায়। তাঁর স্টাইল ও পোশাক মানুষকে মাতিয়ে রেখেছে।
advertisement
1/5

পায়েল সরকার। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। পায়েলের অভিনয় সব সময় মানুষ পছন্দ করে এসেছে। টলিউডের সৃজিত মুখোপাধ্যায় থেকে রাজ চক্রবর্তী সকলের পরিচালনাতেই তিনি কাজ করেছেন। photo source Instagram
advertisement
2/5
তাঁকে এখন ওয়েবসিরিজেও অভিনয় করতে দেখা যাচ্ছে। photo source Instagram
advertisement
3/5
বেশ কিছুদিন পায়েল রয়েছেন চর্চায়। তাঁর স্টাইল ও পোশাক মানুষকে মাতিয়ে রেখেছে। photo source Instagram
advertisement
4/5
টলিউডের ফ্যাশন ক্যুইন হয়ে উঠছেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গেল ডিজাইনার কালো পোশাকে। photo source Instagram
advertisement
5/5
পায়েল ইনস্টাগ্রামেও বেশ অ্যাক্টিভ। সেখানেই তিনি এই ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন। যা মুহূর্তে ভাইরাল। photo source Instagram