Parambrata-Piya: নতুন বছরের শুরুতে পরম-পিয়া সঙ্গে বিশেষ মানুষরা! সেই ছবি নিয়েই শোরগোল নেটদুনিয়ায়
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
পরম-পিয়া কীভাবে বছরের শুরুর দিনটা কাটালেন? প্রকাশ্যে এল নববর্ষের ছবি।
advertisement
1/6

বিয়ের পর প্রথম নববর্ষ পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। তাঁদের বিয়েটাই ছিল একটা বড় চমক। বিয়ের আগের দিন পর্যন্ত তাঁদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে কখনই মুখ খোলেনি পরম-পিয়া।
advertisement
2/6
তাঁদের বিয়ের দিন সকালে খবরটি ফাঁস হয়ে যায়। তারপর থেকে তাঁদের নানা সময়ের আপডেট জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা।
advertisement
3/6
কিছু দিন আগে ২৭-এ নভেম্বর তাঁদের বিয়ের মাসপূর্তি হয়। সেদিন ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে সুন্দর একটি সন্ধ্যা কাটিয়েছিলেন তারকা দম্পতি৷
advertisement
4/6
অনুপম রায় এদিন ছিলেন যিশু সেনগুপ্তর হাউস পার্টিতে। অনেকেই মনে করছেন, অনুপমের জন্যই নাকি ডাক পাননি পরম-পিয়া। তবে এ বিষয়ের সত্যতা নিউজ ১৮ বাংলা যাচাই করেনি।
advertisement
5/6
কাজেই পরম-পিয়া কীভাবে বছরের শুরুর দিনটা কাটালেন তা জানার আগ্রহ ছিল অনেকেরই। অবশেষে পিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে জানালেন সে কথা। ১ জানুয়ারি শহরের এক নামী চাইনিজ রেস্তোরাঁয় স্বপরিবারে ডিনারে গিয়েছিলেন নবদম্পতি। সেই ছবি শেয়ার করে পিয়া ক্যাপশনে লেখেন, ‘ ১ জানুয়ারির পরিকল্পনা… পরিবারের সঙ্গে চাইনিজ ডিনার’।
advertisement
6/6
সেই ছবি শেয়ার করে পিয়া ছন্দ মিলিয়ে ইংরাজিতে ক্যাপশন লেখেন। যা বাংলা করলে দাঁড়ায় ‘ ১ জানুয়ারির পরিকল্পনা…পরিবারের সঙ্গে চাইনিজ ডিনার’।