TRENDING:

Parambrata-Piya: ঘরোয়া বিয়ে, পেটপুজো রাজকীয়! মাটন থেকে পোলাও, পরম-পিয়ার রিসেপশনে দারুণ ভুরিভোজ

Last Updated:
বছর শেষে বিয়ের মরশুমে টলিউডের হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্ত্তী সারলেন বিয়ে। কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন নবদম্পতি। পাশাপাশি খাবারেও ছিল দারুণ চমক। রাতের পার্টির মেন্যুতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া।
advertisement
1/6
ঘরোয়া বিয়ে, পেটপুজো রাজকীয়! মাটন থেকে পোলাও, পরম-পিয়ার রিসেপশনে দারুণ ভুরিভোজ
টলিপাড়ায় ফের বিয়ের সানাই ৷ বছর শেষে বিয়ের মরশুমে টলিউডের হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্ত্তী সারলেন  বিয়ে। পিয়া পেশায় সমাজকর্মী , পাশাপাশি তিনি একজন সুগায়িকা । ছবিঃ সোশ্যাল মিডিয়া
advertisement
2/6
তাঁর আর একটি পরিচয় হল তিনি সুরকার ও গায়ক অনুপম রায়ের স্ত্রী। প্রায় ৬ বছরের দাম্পত্য জীবন ছিল তাঁদের, ২০২১ সালে বিচ্ছেদ হয়। জীবনে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। ছবিঃ সোশ্যাল মিডিয়া
advertisement
3/6
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সোমবার দুপুরে পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে আইনি ভাবে রেজিস্ট্রি করে বিয়ে করলেন পরম-পিয়া। ছবিঃ সোশ্যাল মিডিয়া
advertisement
4/6
বিয়ের দিনই এক প্রকার রিসেপশনের পার্টি দিয়েছিলেন টলিউডের তারকা দম্পতি। গাঢ় নয়, দু'জনেই বেছে নিয়েছিলেন হালকা রঙ। পরমব্রত সেজে উঠেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি এবং নীল রঙের জওহর কোট। অন্যদিকে, নতুন কনে পিয়া তাক লাগিয়েছেন রুপোলি পাড়ের হালকা নীল শাড়ি ও পিচ রঙা ব্লাউজে। সঙ্গে মানানসই গয়না, খোঁপায় ফুল। ছবিঃ সোশ্যাল মিডিয়া
advertisement
5/6
কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন নবদম্পতি। আলোকবৃত্ত থেকে দূরে নিজেদের মতো করে বিশেষ দিনটি উদযাপন করলেন তাঁরা। ছবিঃ সোশ্যাল মিডিয়া
advertisement
6/6
পাশাপাশি পার্টির খাবারেও ছিল দারুণ চমক। রাতের পার্টির মেন্যুতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। মেন্যুতে ছিল ফ্রিশফ্রাই, স্যালাড, কড়াইশুঁটির কচুরি, আলুরদম, ফুলকপির রোস্ট, পোলাও, মাটন ডাকবাংলো, সন্দেশ।। ছবিঃ সোশ্যাল মিডিয়া
বাংলা খবর/ছবি/বিনোদন/
Parambrata-Piya: ঘরোয়া বিয়ে, পেটপুজো রাজকীয়! মাটন থেকে পোলাও, পরম-পিয়ার রিসেপশনে দারুণ ভুরিভোজ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল