TRENDING:

Pallavi on Sagnik: পল্লবী নিজে কী বলেছিলেন ‘বয়ফ্রেন্ড’ সাগ্নিক সম্বন্ধে? ভাইরাল তাঁর পুরনো সাক্ষাৎকার

Last Updated:
Pallavi on Sagnik: তিনি আর সাগ্নিক যখন বেড়াতে যান? তখন কীরকম হয় তাঁদের মালপত্রের পরিমাণ? সে কথাও জানিয়েছেন পল্লবী৷
advertisement
1/7
পল্লবী কী বলেছিলেন ‘বয়ফ্রেন্ড’ সাগ্নিক সম্বন্ধে? ভাইরাল তাঁর পুরনো সাক্ষাৎকার
অভিনেত্রী পল্লবী দে-এর রহস্যমৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছে তাঁর বিশেষ বন্ধু সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে৷ তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়েছেন পল্লবীর বাবা৷ অভিযোগ, মেয়ের উপার্জিত টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই খুনের নেপথ্য কারণ৷
advertisement
2/7
কিন্তু প্রেমিকের প্রতি পল্লবীর নিজের মনোভাব কীরকম ছিল? অন্তত প্রকাশ্যে তো সাগ্নিকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি৷ সম্প্রতি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে দেওয়া অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকার৷
advertisement
3/7
সেখানে তিনি বলেছেন, সাগ্নিক তাঁর অত্যন্ত খেয়াল রাখেন৷ তাঁর যখন যা দরকার সাগ্নিক কিনে দিয়েছেন তাঁকে৷ বলতেও হয়নি৷ যেখানে যেটা দেখে সাগ্নিকের পছন্দ হয়েছে, কিনে দিয়েছেন বান্ধবীকে৷ তাঁর উপহার উল্লেখ করে সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন পল্লবী৷
advertisement
4/7
. তিনি আর সাগ্নিক যখন বেড়াতে যান? তখন কীরকম হয় তাঁদের মালপত্রের পরিমাণ? সে কথাও জানিয়েছেন পল্লবী৷ বলেছেন, সাগ্নিকের জিনিসপত্র বেশি হত না৷ জামাকাপড় ও অন্যান্য জিনিস ধরে যেত একটি ব্যাগেই৷
advertisement
5/7
কিন্তু পল্লবীর নিজের সাজসজ্জার প্রচুর জিনিস-সহ অনেক বেশি মালপত্র হয়৷ এক দিনের জন্য রায়চক বেড়াতে গিয়েও তিনি বড় ট্রলিতে নিয়েছিলেন সাজসজ্জার জিনিসপত্র৷
advertisement
6/7
সাক্ষাৎকারে বার বার ‘বয়ফ্রেন্ড’-এর কথা বলছিলেন উচ্ছ্বসিত পল্লবী৷ তাঁর কথায় কোথাও কোনও ঝড়ের পূর্বাভাসও টের পাওয়া যায়নি৷ কিন্তু এখন রহস্যমৃত্যুর পর উঠে আসছে একের পর এক কদর্য দিক৷
advertisement
7/7
জানা যাচ্ছে, একসঙ্গে থাকতে গিয়ে মাঝে মাঝেই তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়তেন সাগ্নিক ও পল্লবী৷ তাঁদের কলহের কেন্দ্রে যে অর্থ সংক্রান্ত বিবাদই জড়িয়ে থাকত সে কথাও শোনা যাচ্ছে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Pallavi on Sagnik: পল্লবী নিজে কী বলেছিলেন ‘বয়ফ্রেন্ড’ সাগ্নিক সম্বন্ধে? ভাইরাল তাঁর পুরনো সাক্ষাৎকার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল