TRENDING:

Actress Second Marriage: ডিভোর্সের পর ফের বিয়ে! ৬৬ বছর বয়সে আবার সংসার শুরু, একই নামের দুই পুরুষকে বিয়ে জনপ্রিয় অভিনেত্রীর

Last Updated:
Actress Second Marriage: ২০১৪ সালে বুশরার সঙ্গে তাঁর প্রথম স্বামীর ডিভোর্স হয়। ৩৬ বছরের দাম্পত্যে ইতি টেনে আলাদা হন বুশরা আনসারি এবং ইকবাল আনসারি।
advertisement
1/10
৬৬ বছর বয়সে ফের বিয়ে! একই নামের দুই পুরুষকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী
৬৬ বছরের দ্বিতীয় বার বিয়ে করলেন অভিনেত্রী বুশরা আনসারি। পাকিস্তানের ছবি এবং টেলিভিশনের শিল্পের অন্যতম প্রধান অভিনেত্রী। তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন বুশরা।
advertisement
2/10
২০১৪ সালে বুশরার সঙ্গে তাঁর প্রথম স্বামীর ডিভোর্স হয়। ৩৬ বছরের দাম্পত্যে ইতি টেনে আলাদা হন বুশরা আনসারি এবং ইকবাল আনসারি।
advertisement
3/10
বুশরার জন্ম বুশরা বশির হিসেবে। কিন্তু ১৯৭৮ সালে ইকবাল আনসারির সঙ্গে বিয়ের পর নাম পরিবর্তন করে আনসারি রাখেন। একই বছরে তিনি অভিনয় শুরু করেন।
advertisement
4/10
ডিভোর্সের এক দশক পর বুশরার নাম ফের শিরোনামে। এবার কারণ, দ্বিতীয় বিয়ে। সোমবার, বুশরা (এখন বয়স ৬৭ বছর) জানিয়েছেন, তিনি গত বছর আবার বিয়ে করেছেন।
advertisement
5/10
দ্বিতীয় স্বামী, ইকবাল হোসেন। এক বছর আগে বিয়ে করে সুখে সংসার করছেন তাঁরা। দু’জন ভিডিও করে তাঁদের বিয়ে নিয়ে কথা বলেন। ষাটোর্ধ্বদের বিয়ে নিয়ে মানুষের মনে যে নাক সিঁটকানো রয়েছে, তা নিয়ে কথা বলেন দম্পতি।
advertisement
6/10
তারকা দম্পতির বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেটিজেনদের অনেকেই খুশি। বুশরার সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকে। আবার কেউ কেউ কটাক্ষে বিদ্ধ করেন বুশরা এবং ইকবালকে।
advertisement
7/10
বুশরাকে সম্প্রতি পাকিস্তানের হাম টিভিতে সম্প্রচারিত রমজানের বিশেষ সিরিজ ভেরি ফিল্মিতে দেখা গেছে। তাকে সোপ অপেরা তেরে বিনতেও দেখা যায়।
advertisement
8/10
বুশরা আনসারি ১৯৫৬ সালে করাচিতে জন্মগ্রহণ করেন এবং ৭০-এর দশকের শেষের দিকে টিভি শো ‘ফিফটি ফিফটি’ দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন।
advertisement
9/10
‘স্যাটার ডে নাইট লাইভ’ এবং ‘উমরাও জান আদা’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় শো-তে উপস্থিত হন।
advertisement
10/10
তিনি ‘জাওয়ানি ফির না আনি’ এবং হো মন জাহান’-এর মতো ছবিতে অভিনয় করার পাশাপাশি ‘কুছ দিল নে কাহা’ এবং ‘মাকান’-এর মতো শো-এর চিত্রনাট্যও লিখেছেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actress Second Marriage: ডিভোর্সের পর ফের বিয়ে! ৬৬ বছর বয়সে আবার সংসার শুরু, একই নামের দুই পুরুষকে বিয়ে জনপ্রিয় অভিনেত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল