TV Actor with Family at Kashmir: বেড়াতে গিয়ে একদিন আগেও পোস্ট করেছেন কাশ্মীরের ছবি, টিভি অভিনেতা তাঁর বউ-বাচ্চা নিয়ে এখন কোথায়?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
গরম পড়তেই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন বহু পর্যটক৷ কিন্তু তখন কে জানত যে বেড়াতে গিয়ে এই হাল হবে৷ ওই একই জায়গায় ছিলেন জনপ্রিয় টিভি অভিনেতা দম্পতি৷ সেখান থেকে তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন৷
advertisement
1/9

পহেলগাঁও টেরর অ্যাটাক৷ পরপর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তরতাজা ২৬টি প্রাণ৷ গরম পড়তেই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন বহু পর্যটক৷ কিন্তু তখন কে জানত যে বেড়াতে গিয়ে এই হাল হবে৷ ওই একই জায়গায় ছিলেন জনপ্রিয় টিভি অভিনেতা দম্পতি৷ সেখান থেকে তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন৷
advertisement
2/9
টিভি সিরিয়াল অভিনেতা দম্পতি দীপিকা কাক্কর এবং শোয়েব ইব্রাহিম তাদের ছেলে রুহানের সঙ্গে পহেলগাম জঙ্গি হামলার ঠিক একদিন আগে কাশ্মীরে ছুটি কাটাচ্ছিলেন। কাশ্মীরের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ভক্তরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
advertisement
3/9
কয়েকদিন আগে, শোয়েব এবং দীপিকা উপত্যকার ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। তাদের ছেলের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখা গিয়েছিল। তাঁদের যে কাশ্মীর খুব পছন্দ হয়েছিল, তা তাঁদের ছবি ও লেখা দেখে স্পষ্ট৷
advertisement
4/9
আরেকটি ভিডিওতে, দীপিকাকে সবুজ উপত্যকায় হাঁটতে দেখা গিয়েছে। একই সঙ্গে তাঁদের কোলে ছিল ছোট সন্তানও৷
advertisement
5/9
দীপিকা কাকর এবং শোয়েব ইব্রাহিম ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভোপালে বিয়ে করেন। ২০২৩ সালের জুনে এই দম্পতির ছেলে রুহান জন্ম নেয়।
advertisement
6/9
নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে শোয়েব ইব্রাহিম তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন যে তাঁরা সকলে নিরাপদে রয়েছেন।মঙ্গলবার শোয়েব লেখেন, "হাই বন্ধুরা, তোমরা সবাই আমাদের সুস্থতার জন্য চিন্তিত... আমরা সব নিরাপদে আছি, আজ সকাল আমরা কাশ্মীর ছেড়েছি...এবং আমরা নিরাপদে দিল্লি পৌঁছেছি... সকলের উদ্বেগের জন্য ধন্যবাদ.. নতুন ভ্লগ শীঘ্রই আসছে।"
advertisement
7/9
গতকাল পহেলগাঁওয়ে জঙ্গিরা পর্যটকদের উপর গুলি চালালে ছাব্বিশ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন, যা সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ হামলা।
advertisement
8/9
এই হামলায় নৌবাহিনীর একজন কর্তা এবং গোয়েন্দা ব্যুরোর আরেকজন কর্তাও নিহত হন। হামলায় আহতদের সরিয়ে নেওয়ার জন্য সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, কারণ এই এলাকাটি কেবল পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়েই যাওয়া যায়।
advertisement
9/9
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সন্ধ্যায় শ্রীনগরে পৌঁছেছেন, যেখানে জম্মু ও কাশ্মীর পুলিশ প্রধান নলিন প্রভাত তাঁকে ব্রিফ করেছেন। এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - যিনি মঙ্গলবার রাতে তাঁর দুই দিনের সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে চলে যান - তার সঙ্গেও কথা বলেছেন এবং তাঁকে হামলাস্থল পরিদর্শন করতে বলেছেন।