OTT Spot : IMDB-তে ৯.৪ রেটিং.. ওটিটি-তে মুক্তিও পেয়ে গিয়েছে, ছবিটা দেখলে বন্ধুদের কাছে বাহাদুরি নিতে পারবেন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
১২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সান নেক্সট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল মলয়ালম ছবি মিশা, একে নিয়ে সেই ট্রেলার লঞ্চ থেকে শুরু করেই উচ্চ প্রত্যাশা তৈরি হয়েছে।
advertisement
1/6

সিনেমার কনটেন্ট এবং তার মুক্তির ধরন, দুই সময়ের সঙ্গে সঙ্গে অনেক বদলে গিয়েছে। সেই সময় এখন আর নেই, যখন সিনেমা মুক্তি পেত কেবল প্রেক্যাগৃহে, বেছে বেছে ঠিক শুক্রবারে। এখনও বেশিরভাগ পরিচালক-প্রযোজক ধারা মেনে শুক্রবার ছবি মুক্তি ঘটান ঠিকই, তবে সপ্তাহের অন্য বারেও ছবি মুক্তি পায় পার্বণ উপলক্ষ্যে, সপ্তাহান্তের আগের সময় হিসেব করে। না বললেই নয়, দর্শক এখন আর ছবি মুক্তির জন্য শুধু সিনেমা হলের দিকে তাকিয়ে থাকেন না। তাঁদের হাতে আছে ছবি দেখার আরও প্ল্যাটফর্ম!
advertisement
2/6
যত দিন যাচ্ছে, সিনেমা হলে মুক্তি পাওয়ার মতোই ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখা নিয়ে দর্শকের আগ্রহ ক্রমশ বাড়ছে। এটি তাঁদের মধ্যে প্রত্যাশাও তৈরি করে যে প্রতি সপ্তাহে কী ধরনের সিনেমা এবং ওয়েব সিরিজ মুক্তি পাবে।
advertisement
3/6
সেই দিক থেকে দেখলে ১২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সান নেক্সট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল মলয়ালম ছবি মিশা, একে নিয়ে সেই ট্রেলার লঞ্চ থেকে শুরু করেই উচ্চ প্রত্যাশা তৈরি হয়েছে। তার উপরে আবার এই ছবিটি IMDB-তে ১০-এর মধ্যে ৯.৪ রেটিংও পেয়েছে। ব্যস্ত জীবনে সময় সবার হাতেই কম, অনেকেই হালে IMDB রেটিং দেখে ছবি দেখার সিদ্ধান্ত নেন, প্রতিষ্ঠান সেই ভরসার জায়গা তৈরি করতেও পেরেছে। তার মানে সহজ- মিশা দেখতে বসলে ঠকতে হবে না!
advertisement
4/6
এমসি জোসেফ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন কাথির, শাইন টম চাকো, সুথি কোপ্পা প্রমুখ। ছবিটি অভিনেতা কাথিরের কেরিয়ারে একটি গুরুত্বপূর্ণ মোড় নেবে বলে আশা করা হচ্ছে। কারণ এই প্রথম তিনি কোনও মলয়ালম ছবিতে অভিনয় করলেন, এই প্রথম অভিনয় করলেন ডার্ক শেডের এক চরিত্রে।
advertisement
5/6
এক ইন্টারভিউতে এর আগে মিশা নিয়ে কাথির জানিয়েছিলেন যে ছবির গল্পে তাঁর মাকে তামিলনাড়ুর অধিবাসী দেখানো হয়েছে, যদিও ছবিতে তাঁর লিপে একটিও তামিল সংলাপ নেই। ‘‘এটা এমন একটা চরিত্র যার একাধিক শেড আছে, এর আগে তামিলে আমি যে সব চরিত্রে অভিনয় করেছি, এটা তার থেকে পুরোপুরি আলাদা’’, বলেছিলেন তিনি।
advertisement
6/6
অতএব, কাথিরের অভিনয় যাঁরা পছন্দ করেন, মিশা নিঃসন্দেহে তাঁদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চলেছে। এই প্রসঙ্গে ছবির কাহিনীসূত্র নিয়েও সামান্য হলেও ইঙ্গিত দিতেই হয়। এর উপরে নির্ভর করেও যে অনেক দর্শক ছবি দেখার সিদ্ধান্ত নিয়ে থাকেন! একটি সাধারণ অ্যাকশন থ্রিলার হওয়ার পরিবর্তে মিশা বন্ধুত্ব, অহঙ্কার, রাজনীতি এবং শ্রেণী সংগ্রামকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখেছে। পরিচালক এমসি জোসেফ এমন একটি রোমাঞ্চকর চিত্রনাট্য লিখেছেন যেখানে উচ্চাকাঙ্ক্ষা এবং ঈর্ষার প্রভাব কীভাবে বন্ধুত্বের উপর পড়ে সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে।