Deepika Padukone stuns at Oscars 2023: হিরের গয়না ও পেলব ঘাড়ের রহস্যময় উল্কিতে অস্কার মঞ্চে এলেন, দেখলেন, জয় করলেন মৎস্যকন্যা দীপিকা, রইল অ্যালবাম
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Deepika Padukone stuns at Oscars 2023: ভারতীয় পরিচ্ছদের পাশাপাশি পাশ্চাত্য ঘরানার পোশাকেও যে তিনি কতটা সাবলীল তা বার বার বুঝিয়ে দিয়েছেন দীপিকা৷ আরও একবার সেকথা বিশ্বমঞ্চে প্রমাণ করলেন প্রকাশকন্যা৷
advertisement
1/12

এই প্রথম অস্কার মঞ্চে উপস্থাপক হয়ে এলেন দীপিকা পাড়ুকোন৷ এবং তিনি এলেন, দেখলেন, জয় করলেন৷ ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তাঁর মৎস্যকন্যা সজ্জা মুগ্ধ করল সারা পৃথিবীর দর্শককে৷
advertisement
2/12
অস্কার ২০২৩-এ দীপিকা সেজেছিলেন প্রখ্যাত ফ্যাশন সংস্থা লুই ভিতঁ-র কালো অফ শোল্ডার গাউনে৷ সঙ্গে পেলব অঙ্গে ছিল কার্তিয়ের-এর অলঙ্কার৷
advertisement
3/12
পাশ্চাত্য ঘরানার এই পোশাকের সঙ্গে দীপিকা বেছেছিলেন উইঙ্গড আইলাইননার লুক৷ কেশসজ্জার মেসি বান বা এলোমেলো খোঁপা৷ গ্লাভসের উপর তাঁর স্টেটমেন্ট রিং অন্য মাত্রা যোগ করেছে সাজে৷
advertisement
4/12
লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডার দীপিকা তাক লাগিয়ে দিয়েছেন তাঁর রেড কার্পেট লুকে৷ হলিউডের বাকি সুন্দরীদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছেন তিনি৷ কখনও বা গিয়েছেন এগিয়েও৷
advertisement
5/12
এ বছর সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এসেছে অস্কার মঞ্চে দীপিকা পাড়ুকোনের ঘাড়ের নতুন উল্কি বা ট্যাটু৷ কালো কালিতে ফুটিয়ে তোলা হয়েছে 82*E।
advertisement
6/12
তাঁর সদ্য লঞ্চ করা বিউটি ব্র্যান্ড 82 degree East-কে প্রোমোট করেছেন তিনি৷ তবে এই উল্কি সাময়িক না চিরস্থায়ী, সেটা এখনও বোঝা যাচ্ছে না৷
advertisement
7/12
এ বছর অস্কার মঞ্চে ভারতের জয়জয়কার৷ সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে পুরস্কৃত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এবং সেরা মৌলিক গান হিসেবে অস্কার পেল ‘নাটু নাটু’৷
advertisement
8/12
তাছাড়া নাটু নাটু গানের সঙ্গে মঞ্চে পারফর্মও করেন গায়ক রাহুল শিল্পীগুঞ্জ এবং কাল ভৈরব পারফর্ম ৷ তাঁদের পারফরম্যান্স ইন্ট্রোডিউস করিয়ে দেন দীপিকা পাড়ুকোন৷
advertisement
9/12
এর পর যখন নাটু নাটু-কে অস্কার পুরস্কৃত হিসেবে ঘোষণা করা হয়, তখন আর দীপিকা চোখের জল ধরে রাখতে পারেননি৷
advertisement
10/12
এর আগেও লুই ভিতোঁর পোশাকে দেখা গিয়েছে সুন্দরী দীপিকাকে৷
advertisement
11/12
বিভিন্ন ফ্যাশন শো-এর মঞ্চে রণবীর-ঘরনি হিল্লোল তুলেছেন লুই ভিতোঁ-সহ অন্যান্য নামীদামি ব্র্যান্ডের পোশাকে৷
advertisement
12/12
ভারতীয় পরিচ্ছদের পাশাপাশি পাশ্চাত্য ঘরানার পোশাকেও যে তিনি কতটা সাবলীল তা বার বার বুঝিয়ে দিয়েছেন দীপিকা৷ আরও একবার সেকথা বিশ্বমঞ্চে প্রমাণ করলেন প্রকাশকন্যা৷