Virat-Anushka: স্ত্রী অনুষ্কার মুখের উপর আঁকা প্রজাপতি, বিরাটের মুখে....! তারকা দম্পতির ছবিতে 11M-র বেশি লাইক! কী এমন স্পেশ্যাল এই ছবি? দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এর পরে বর্ষবরণের রাতে স্ত্রীর সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন বিরাট৷ পার্টি মোডের ছবি ছিল সেটি৷ দু’জনকেই অপূর্ব দেখাচ্ছিল৷
advertisement
1/7

স্ত্রীকে চোখে হারাচ্ছেন বিরাট কোহলি৷ নতুন বছরে সেই কথাটা আরও একবার বুঝিয়ে দিলেন তাঁর ভক্তদের৷ বিরাট ভীষণভাবে ফ্যামিলি ম্যান, খেলা বা টুর্নামেন্টের বাইরে তাঁকে কোনও জায়গায় দেখা যায় না৷ খেলার বাইরে পরিবারের সঙ্গে তিনি থাকেন সর্বক্ষণ৷ দুই সন্তান নিয়ে তাঁদের সুখের সংসার৷
advertisement
2/7
স্ত্রী অনুষ্কাও বলিউডকে প্রায় একপ্রকার বাইবাই বলেছেন৷ অনেকদিন তাঁকে কোনও ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে না৷ ২০২৬-এও যে এর কোনও ব্যতিক্রম হবে না, সেকথা ছবির মাধ্যমে বুঝিয়ে দিলেন বিরাট৷
advertisement
3/7
বিরাট কোহলি নতুন বছরকে বিশেষভাবে স্বাগত জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন৷ বিরাটের পোস্টটি কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ১০ মিলিয়ান লাইক পায় তাঁর এই ছবি৷ কিন্তু কী রয়েছে এই ছবিতে, যা ভক্তদের এত পছন্দ হয়েছে?
advertisement
4/7
এই ছবিতে বিরাট-অনুষ্কার দু’জনেরই মুখের একদিক রঙিন। কোহলির এক চোখে স্পাইডার-ম্যানের ছবি, অন্যদিকে অনুষ্কা শর্মারও এক চোখে প্রজাপতির ছবি।
advertisement
5/7
৩৭ বছর বয়সী বিরাট কোহলি আনুশকা শর্মার সঙ্গে এই ছবি পোস্ট করেছেন, তাঁকে ট্যাগ করে লিখেছেন, "আমার জীবনের আলো নিয়ে ২০২৬ সালে পা রাখছি।" কোহলি পোস্টটির ক্যাপশনে হার্ট ইমোজি দিয়েছেন।
advertisement
6/7
এর পরে বর্ষবরণের রাতে স্ত্রীর সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন বিরাট৷ পার্টি মোডের ছবি ছিল সেটি৷ দু’জনকেই অপূর্ব দেখাচ্ছিল৷
advertisement
7/7
সোমবার ডিডিসিএ সভাপতি রোহন জেটলি জানিয়েছেন, ৬ জানুয়ারি বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে রেলওয়ের বিরুদ্ধে দিল্লির বিজয় হাজারে ট্রফির ম্যাচে খেলতে কোহলি সম্পূর্ণ প্রস্তুত। যদিও বিসিসিআই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য কমপক্ষে দুটি বিজয় হাজারে ম্যাচ খেলা বাধ্যতামূলক করেছে, তবুও কোহলি তৃতীয় ম্যাচেও খেলতে চান, কারণ তিনি আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।