সপ্তমীতে পুজোর সাজে নুসরত ! হলুদ শাড়ি, খোলা চুলে মোহময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
তাঁর এই সুন্দর সাজে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। প্রশংসাও করেছেন বহু মানুষ।
advertisement
1/5

নুসরত। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সেই সঙ্গে তিনি একজন দক্ষ সাংসদ। অভিনয় ও মানুষের জন্য কাজ দুটোই সামলাচ্ছেন দক্ষতার সঙ্গে। photo source Instagram
advertisement
2/5
তার মধ্যেই এসে পড়েছে দুর্গাপুজো। সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। এ সময় সাজগোজটাও হতে হবে একেবারে অন্য এবং প্রতিবছরের থেকে আলাদা। photo source Instagram
advertisement
3/5
শাড়িতে সপ্তমীর সাজে ধরা দিলেন নুসরত। এই ছবি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। photo source Instagram
advertisement
4/5
তিনি লিখেছেন 'পুজোর জন্য তৈরি।" তাঁর এই সুন্দর সাজে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। প্রশংসাও করেছেন বহু মানুষ। photo source Instagram
advertisement
5/5
কয়েকদিন আগেই দেবী দুর্গার সাজে, হাতে ত্রিশূল নিয়ে ফোটোশ্যুট করতে দেখা গিয়েছিল নুসরতকে। photo source Instagram