Nusrat Jahan - Yash Dasgupta: আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম! যশের সঙ্গে সংসার, ট্রোলিং নিয়ে যা বললেন নুসরত
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan - Yash Dasgupta: যশ, নুসরত, রায়াংশ ও ঈশান-এই চার জনের সংসার। তবে বাচ্চাদের নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে নারাজ যশরত।
advertisement
1/7

নুসরতের আগে শ্বেতা সিং কালহনসের সঙ্গে বিয়ে হয় যশের। তাঁদেরই সন্তান রায়াংশ। যশ, নুসরত, রায়াংশ ও ঈশান-এই চার জনের সংসার। তবে বাচ্চাদের নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে নারাজ যশরত।
advertisement
2/7
এক সংবাদমাধ্যমের কাছে নুসরত বলছেন, "এটা আমাদের দুজনেরই মত মা বাবা হিসেবে। যশের বড় ছেলেকেও সংবাদমাধ্যম থেকে বরাবর দূরে রাখা হয়েছে। আমরা চাই ওরা বড় হোক আর কোনও অতিরিক্ত তকমা ছাড়া নিজেদের মতো বেড়ে উঠুক।"
advertisement
3/7
অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সুখে সংসার করছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। গত বছর তাঁদের কোলে এসেছে এক পুত্র সন্তান। তবে ঈশানকে এখনও সংবাদমাধ্যমের সামনে আনেননি তাঁরা। যশের প্রথম সন্তানও থাকে তাঁদেরই সঙ্গে।
advertisement
4/7
নুসরত সন্তানসম্ভবা এই খবর প্রকাশ্যে আসতেই তাঁকে অনেক ট্রোলিং এর মুখে পড়তে হয়েছিল। সে সব নিয়েও কথা বলেন নুসরত।
advertisement
5/7
অভিনেত্রী বলেন, "আমি সোজা সাপটা ভাবেই কথা বলতে ভালবাসি। তবে তার মানে এই নয়, আমি আমার সিদ্ধান্তের ব্যাপারে ফিরিস্তি দেব। কিছুক্ষেত্রে আমি অবশ্যই আমি চুপ থাকতেই পছন্দ করি। তবে চুপ আছি মানে নিজেকে ভুল মনে করছি, এটা ভেবে নেওয়া ভুল হবে। তাই যা কিছু আমাদের বিরক্ত করে তার থেকে দূরে থাকাই ভাল। মহিলা হিসেবে আমি কোনও অতিরিক্ত অধিকার দাবি করিনি। ওম্যান কার্ড বা ভিক্টিম কার্ড ব্যবহার করিনি।"
advertisement
6/7
গত বছর অগাস্ট মাসে নুসরত ও যশের কোলে আসে ঈশান। প্রথমে বাবার নাম প্রকাশ্যে আনেননি নুসরত। ধরা হয়েছিল, তিনি সিঙ্গল মাদার হিসেবেই থাকবেন। অনেকেই প্রশংসাও করেছিল। পরে অবশ্য, সংবাদমাধ্যমে প্রকাশ পায় যশের নাম।
advertisement
7/7
সম্প্রতি নুসরত ও যশ তাঁদের ছবি মাস্টারমশাই আপনি কিছু দেখেননি-র শ্যুটিং শেষ করেছেন। তবে দুজনকে এই ছবিতে জুটি বাঁধতে দেখা যায়নি। এই ছবিতে নুসরতের সঙ্গে জুটি বেঁধেছেন দেবাশিস মণ্ডল।