ছোট্ট ট্যাটু, পোশাকের ফাঁকে দিচ্ছে উঁকি, বাঘের সামনে সাহসী নুসরত!
- Published by:Pooja Basu
Last Updated:
Nusrat Jahan glamorous Photos: চিন্তাভাবনায়, সাজ-পোশাকে তিনি সাহসী৷ এটা আর আলাদা করে বলতে হবে না৷ অভিনেত্রী-সাংসদ নুসরত প্রাণবন্ত৷ আরও একবার ছবি পোস্ট করে বোল্ডা আউট করলেন হাজার পুরুষের হৃদয়৷
advertisement
1/8

একেবারে টানটান শরীর৷ একফোটা মেদ নেই কোনও খানে৷ তাঁকে দেখে বোঝা দায় যে এক সন্তানের মা তিনি৷ সন্তানের জন্মের কিছুদিনের মধ্যেই তিনি ফিরেছিলেন কাজে৷ এখন তিনি ছুটিতে যশের সঙ্গে৷ একেবারে বাঘের মুখে পড়েছেন যশের হাত ধরে!
advertisement
2/8
নুসরাত জাহানের স্টাইল চোখে পড়ার মতো৷ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফটোগুলিতে নায়িকাকে দেখা গিয়েছে স্বল্প পোশাকে৷
advertisement
3/8
হাল্কা মেকআপ, মাথায় টুপি, চোখে রঙিন চশমা...এই হল নুসরতের স্টাইল৷ খোলা চুলে তিনি অসম্ভব আকর্ষণীয়৷ আরও ওজন কমিয়ে ফেলেছেন সুন্দরী৷ ছবিতে সেই চেহারাই স্পষ্ট ধরা পড়েছে৷
advertisement
4/8
নুসরাত জাহান ছবি শেয়ার করে নুসরত লিখেছন, 'ফিলিং দ্য ব্লু'। তার পোস্টে দারুণ প্রতিক্রিয়া দিচ্ছেন ভক্তরাও। একজন লিখেছেন, 'এমন অভিনেত্রী সাংসদকে দেখে চোখের আরাম!'। এক ছবি দেখে অনেকে আবার লিখছেন, 'চোখ ফেরাতে পারছি না'।
advertisement
5/8
নুসরাত জাহান এর আগে তার ছবি শেয়ার করেছিলেন, যাতে তাঁকে বিকিনিতে দেখা গিয়েছিল। একেবারে সাহসী অবতারে৷
advertisement
6/8
আগের ছবিতে নুসরাত জাহানকে স্কার্টের সঙ্গে নীল ও গোলাপি রঙের টিউব টপ পরেছিলেন। বিগ বসের ১৬তম সিজনে অংশগ্রহণ নিয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। জানা যাচ্ছে যে, তিনি এই শোয়ের অংশ হতে পারেন। এখনও কিছু জানাননি অভিনেত্রী নিজে৷
advertisement
7/8
গুঞ্জনে কখনও কান দেন না তিনি৷ তাই তো বিগবস নিয়ে আলোচনার মাঝেই তিনি উড়ে গিয়েছেন বেড়াতে৷ সঙ্গী অবশ্যই যশ৷ তাঁর সঙ্গে চুটি চলছে আনন্দ৷
advertisement
8/8
সেখানে বন্য পশুদের সামনে ছবি তুলেছেন দু’জনেই৷ আর ছবিতে নুসরতের শরীরে ট্যাটু জ্বলজ্বল করছে৷ তাঁর মুখে-চোখে ধরা পড়েছে উচ্ছ্বস৷