বিয়ের পর ঘরে এল সুখবর, বহুদিনের স্বপ্নপূরণ নুসরত-নিখিলের
- Published by:Akash Misra
Last Updated:
পার্লামেন্ট বক্তব্য পেশ করেন। মেক আপ করে সংলাপ আউড়ান। এক জীবনে বহু চরিত্র ফুটিয়ে তোলেন নুসরত জাহান। এবার স্বামী নিখিল জৈন এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ফ্যাশন লাইন ' ইউভ ' লঞ্চ করলেন নায়িকা।
advertisement
1/6

পার্লামেন্ট বক্তব্য পেশ করেন। মেক আপ করে সংলাপ আউড়ান। এক জীবনে বহু চরিত্র ফুটিয়ে তোলেন নুসরত জাহান। এবার স্বামী নিখিল জৈন এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ফ্যাশন লাইন ' ইউভ ' লঞ্চ করলেন নায়িকা।
advertisement
2/6
নুসরতের প্রিয় বান্ধবী মিমি ছাড়াও হাজির ইন্ডাস্ট্রির অনেক চেনা মুখ। সেখানেই খোশমেজাজে পাওয়া গেল।দুই বন্ধুকে । মিমি ফাঁস করলেন বহুদিন ধরেই নুসরতের এমন ইচ্ছা ছিল। অবশেষে সেই স্বপ্ন সফল।
advertisement
3/6
ফ্যাশন লাইন ইউভ-এ রয়েছে নুসরতের পার্সোনাল টাচ।
advertisement
4/6
ফ্যাশন শো-এর জন্যও প্রতিটি পোশাক নিজে বাছাই করেছেন তিনি। র্যাম্প মাতালেন নুসরত নিজেও।
advertisement
5/6
নিখিলের সঙ্গে পায়েল, তনুশ্রী, সৌরসেনীরাও গ্ল্যামারের ছটায় সম্মোহিত করলেন ইউভ এর কালেকশনে। পরমব্রত চট্টোপাধ্যায়, জুন মালিয়ারাও হাজির ছিলেন নিখিল_ নুসরতের নতুন প্রচেষ্টাকে স্বাগত জানাতে।
advertisement
6/6
ইউভ লাইনের পোশাকগুলি মূলত পার্টি ওয়ার। ইন্ডিয়ান, ওয়েস্টার্নের সঙ্গে ইন্দো ওয়েস্টার্ন পোশাকও রয়েছে। শাড়ি, লহেঙ্গার নানা রকম ভেরিয়েশন রয়েছে এই ফ্যাশন লাইনে।