100 Crore Club: আমির খানের ‘গজনী’ নয়! এই বাঙালি অভিনেতার সিনেমাই প্রথম কামিয়েছিল ১০০ কোটি, সেটা কি জানেন?
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
মহারাষ্ট্র: সব অভিনেতাই চান তাঁদের নিজের ফিল্মোগ্রাফিতে অন্তত কয়েকটা ১০০ কোটির সিনেমা থাকুক৷ এতদিন পর্যন্ত ফোর্বস ইন্ডিয়ার তথ্য জানিয়েছিল, আমির খান অভিনীত ‘গজনী’ সিনেমাই ভারতীয় চলচ্চিত্রের প্রথম এমন সিনেমা যা ১০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে নিয়েছিল৷ এরপরে, আমিরেরই সিনেমা থ্রি-ইডিয়েটস বিশ্বব্যাপী ৩৩৯ কোটি টাকার ব্যবসা করে৷
advertisement
1/5

মহারাষ্ট্র: সব অভিনেতাই চান তাঁদের নিজের ফিল্মোগ্রাফিতে অন্তত কয়েকটা ১০০ কোটির সিনেমা থাকুক৷ এতদিন পর্যন্ত ফোর্বস ইন্ডিয়ার তথ্য জানিয়েছিল, আমির খান অভিনীত ‘গজনী’ সিনেমাই ভারতীয় চলচ্চিত্রের প্রথম এমন সিনেমা যা ১০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে নিয়েছিল৷ এরপরে, আমিরেরই সিনেমা থ্রি-ইডিয়েটস বিশ্বব্যাপী ৩৩৯ কোটি টাকার ব্যবসা করে৷
advertisement
2/5
সলমন খানের ১৬টি পর পর ছবি ১০০ কোটি টাকা কামিয়েছিল৷ মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার ব্যবসা করে সম্প্রতি রেকর্ড গড়েছে শাহরুখ খানের পাঠান সিনেমাও৷
advertisement
3/5
কিন্তু, ২০২১ সালে জানা গিয়েছে, আমির খানের ‘গজনী’ কিন্তু, ১০০ কোটির ক্লাবের প্রথম সিনেমা ছিল না৷ ১৯৮২ সালে মুক্তি পাওয়া মিঠুন চক্রবর্তী ‘ডিস্কো ডান্সার’ প্রথম বলিউড সিনেমা যা বিশ্বজুড়ে ১০০ কোটির ব্যবসা করেছিল৷
advertisement
4/5
সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্য অনুযায়ী, রামকমল মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘শোলে’র সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল ‘ডিস্কো ডান্সার’৷ তিনি জানিয়েছেন, শুধু ভারত নয়, মধ্য এশিয়া, রাশিয়া, পূর্ব ইউরোপ, তুরস্ক, পশ্চিম ও পূর্ব আফ্রিকায় দারুণ ব্যবসা করেছিল এই ছবি৷
advertisement
5/5
রামকমল মুখোপাধ্যায়ের বইয়ের একটি অংশে লেখা রয়েছে, ‘ডিস্কো ডান্সারই প্রথম ভারতীয় সিনেমা যা বিশ্বজুড়ে ১০০ কোটির ব্যবসা করেছিল৷