Nora Fatehi: বিপদে পড়লেই আসে ফোন, সবসময় আতঙ্কে থাকেন নোরা! কারণ জানলে শিউরে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Nora Fatehi: নোরা জানিয়েছেন, প্রযোজকরা মূলত তাঁকে ফোন করেন খারাপ ছবিগুলি উতরে দেওয়ার জন্য৷ যার জন্য সর্বদাই নাকি আশঙ্কায় থাকেন তিনি৷
advertisement
1/5

নোরা ফতেহিকে নিয়ে উত্তেজনা সর্বদাই তুঙ্গে থাকে ভক্তদের৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক কথা ফাঁস করলেন, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
2/5
নোরা ফতেহিকে নিয়ে উত্তেজনা সর্বদাই তুঙ্গে থাকে ভক্তদের৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক কথা ফাঁস করলেন, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
3/5
নোরা বলেন, 'নির্মাতারা শুধুমাত্র আইটেম গানের সঙ্গে তাকে নাচ করতে বলেন, যেটা তার একেবারেই পছন্দ নয়৷ তবে আমি যেটা বলি, সেটা বুঝেই বলি,তাই সবটা বুঝেই রাজি হই'৷
advertisement
4/5
সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন, 'তার সঙ্গে কাজ করা অনেক কঠিন৷ তার সমস্যার শেষ নেই, তেমনই শর্তের শেষ নেই৷ তবে জীবনে স্বার্থত্যাগ করেও কোনও কিছু লাভ হয়নি৷ তাই এখন একটু রাশ টেনেছেন'৷
advertisement
5/5
নোরার কথায়, 'আমি নিজের সেরাটা দিই৷ তবে জানি না প্রযোজকদের কেন সবার আমাকেই দরকার হয়৷ তবে সবকিছুতে হ্যাঁ বলা মোটেই সম্ভব হয় না৷ দশটা গানের মধ্যে আমি একটায় হ্যাঁ করি'৷