advertisement
1/7

যোধপুর উমেদ ভবনে ক্রিশ্চান ও হিন্দু রীতিতে বিয়ের পর এবার রিসেপশনের পালা৷ কাল ছিল দিল্লিতে প্রথম রিসেপশন৷ দেখুন ছবি৷
advertisement
2/7
৪ ডিসেম্বর সন্ধ্যায় দিল্লির তাজ প্যালেস হোটেলে রিসেপশনে উপস্থিত ছিলেন সেলব্রিটি থেকে শুরু করে রাজনৈতি ব্যক্তিত্বরা৷ এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
advertisement
3/7
নিক-প্রিয়াঙ্কার রিসেপশনে নজর করেছে তাদের নামের অাদ্যক্ষরের ডেকরেশন৷ সিম্পল অ্যান্ড এলিগ্যান্ট ডেকরেশনে নজর কেড়েছে ব্র্যান্ড NP৷
advertisement
4/7
এদিন প্রিয়াঙ্কার পরনে ছিল ন্যুড এমবেলিশড লেহঙ্গা চোলি, নিকের পরনে ছিল ভেলভেট ব্লু টাক্স ও ট্রাউজার৷ দুজনেরই পরেছিলেন ফাল্গুনি-শেন পিকক কালেকশন৷
advertisement
5/7
দীপিকার মতোই প্রিয়াঙ্কাও সিঁদূর, চূড়া, মেহন্দিতে ব্রাইডাল লুকে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকেও৷
advertisement
6/7
প্রিয়াঙ্কা-নিকের রিসেপশনে প্রেমিকা সোফি টার্নারকে নিয়ে উপস্থিত ছিলেন নিকের দাদা জো জোনাস৷
advertisement
7/7
রিসেপশনে চোপড়া ও জোনাস পরিবারের সঙ্গে নিক-প্রিয়াঙ্কা৷ এরপর মুম্বইতে বলিউডের জন্য অপেক্ষা করছে গ্র্যান্ড পার্টি৷