ফেব্রুয়ারিতেই জুনের বার্তা! জুটিতে আসছেন সৌরভ-সৌমিতৃষা, দেখুন ফার্স্ট লুক
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মানুষের জীবনে কোনও কোনও দিন দাগ কেটে যায়৷ এবং সেই দিনটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ফুটে উঠবে এই ছবিতে।
advertisement
1/5

বড়োপর্দায় জুটিতে আসছে সৌরভ-সৌমিতৃষা। প্রকাশ্যে চরিত্র লুক। পুরোপুরি থ্রিলার ছবিতে আসছে এই জুটি। ছবির নাম "১০ই জুন"। বড়পর্দায় মুক্তি পাবে আগামী ২১শে ফেব্রুয়ারি।
advertisement
2/5
পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক রূপক চক্রবর্তী। ছবিতে মিতালি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। একটা তারিখ আর সেই দিনটা নিয়ে গোটা সিনেমার চিত্রনাট্য। মানুষের জীবনে কোনও কোনও দিন দাগ কেটে যায়৷ এবং সেই দিনটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ফুটে উঠবে এই ছবিতে।
advertisement
3/5
১০ই জুন সকাল বেলা মিতালী একা ছিল বাড়িতে। বাবা মা পুজো দিতে গিয়েছিলেন, কিন্তু সেই সময় হঠাৎ একটা কলিং বেল বেজে ওঠে বন্দুক হাতে বাড়িতে ঢুকে পরেন এক অচেনা যুবক। পুলিশের হাত থেকে রক্ষা পেতে মিতালীর বাড়ি আশ্রয় চান তিনি। কিন্তু এবারে গল্প কোনদিকে যাবে? এই সবকিছু নিয়ে ছবি "১০ই জুন"।
advertisement
4/5
ছবিটি মুক্তি পাবে 'সান ভেঞ্চার' এর ব্যানারে সানি খান ও অনুপ সাহা এর প্রযোজনাতে। তবে শুধু থ্রিলার নয় এই ছবি, প্রেমের দারুণ সুতো বুনেছেন পরিচালক এই ছবিতে৷
advertisement
5/5
ছবিতে আরও প্রধান চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমি দাস প্রমুখ। ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান। কলকাতা শহরে ও নর্থ বেঙ্গলে ছবির শ্যুটিং হয়েছে।