Neha Kakkar Birthday: বিয়ের পরেই হুড়মুড়িয়ে বাড়ে ওজন! তবে কি অন্তঃসত্ত্বা? নেহার জবাব অবাক করবে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Neha Kakkar Birthday: গানের পাশাপাশি নিজের সাজপোশাকের জন্যও চর্চায় থাকতেন নেহা। জনপ্রিয়তা পেয়ে নিজেকে বদলে ফেলেছিলেন তিনি। ঝরিয়ে ছিলেন ওজনও।
advertisement
1/5

'ইন্ডিয়ান আইডল' থেকে পথ চলা শুরু। প্রতিযোগী হয়ে সেই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন নেহা কক্কর। চোখে বলিউডে গান গাওয়ার স্বপ্ন। কিন্তু সেই প্রতিযোগিতায় খুব বেশি দূর এগোতে পারেননি তিনি।
advertisement
2/5
নেহা যদিও দমে যাননি। গায়কির জোরে বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি। একাধিক হিট গান আছে গায়িকার ঝুলিতে। গানের পাশাপাশি নিজের সাজপোশাকের জন্যও চর্চায় থাকতেন নেহা। জনপ্রিয়তা পেয়ে নিজেকে বদলে ফেলেছিলেন তিনি। ঝরিয়ে ছিলেন ওজনও।
advertisement
3/5
২০২০ সালে পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংকে বিয়ে করেন নেহা। বিয়ের পর আচমকাই তাঁর ওজন বেড়ে যায়। তা নিয়ে শুরু হয় ট্রোল। নানা কটাক্ষ ধেয়ে আসে গায়িকার দিকে। অনেকে আবার মনে করেছিলেন, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন স্নেহা। তাই নাকি আচমকাই ওজন বেড়েছএ তাঁর।
advertisement
4/5
নিজেকে নিয়ে যাবতীয় চর্চার উত্তর দিয়েছেন নেহা। জানিয়েছেন, পরিবারের সদস্যরা তাঁকে খুব ভালবাসেন। নেহাকে ভালমন্দ রান্না করে খাওয়ান তাঁরা। আর তা খেয়েই নাকি ওজন বাড়িয়ে ফেলেছেন তিনি।
advertisement
5/5
স্বামী রোহনপ্রীতের সঙ্গে সময় কাটানোর জন্য 'ইন্ডিয়ান আইডল' থেকেও সাময়িক বিরতি নিয়েছিলেন নেহা। আপাতত কাজ এবং সংসার নিয়ে ব্যস্ত তিনি।